New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/11/RedDJkpPpb5IduKuaA22.jpg)
North 24 parganas News: নিজের দোকানে অনিতা মণ্ডল।
North 24 parganas News: নিজের দোকানে অনিতা মণ্ডল।
North 24 parganas News: একটা সময়ে স্বামী-স্ত্রী মিলে চালাতেন এই দোকান। রাস্তার ধারের এক চিলতে দোকান চালিয়েই মেয়ের বিয়ে দিয়েছেন তাঁরা। তবে বছর দু'য়েক আগে স্বামী মারা যেতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড় হয়েছিল বছর ষাটেকের অনিতা মণ্ডলের। তবে দমেননি তিনি। চোয়াল শক্ত রেখে চালিয়ে গিয়েছেন জীবন সংগ্রাম।
উত্তর ২৪ পরগনার বারাসাতের চাঁপাডালি মোড়ে রয়েছে অনিতা মণ্ডলের এক চিলতে দোকান ঘর। রাস্তার পাশের ঝুপড়ি দোকানে ঘুগনি-রুটির ব্যবসা তাঁর। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন বছর কয়েক আগে। তবে মেয়েরও সাংসারিক পরিস্থিতি ভালো নয়। জামাইয়ের কঠিন অসুখ। ছোট্ট দোকান চালিয়ে যা আয় হয় তা দিয়ে নিজেরটা কোনও মতে চালিয়ে নিয়ে বাকি টাকা তিনি পাঠিয়ে দেন মেয়ে-জামাইকে।
চাঁপাডালি মোড়ে রাস্তার ধারের ভাঙাচোরা দোকান তাঁর কাছে যেন এক মন্দিরের মতো। রাতভর এই দোকানেই থাকেন তিনি। সন্ধ্যে ৭টা থেকে শুরু হয় তাঁর ঘুগনি-রুটি বিক্রির ব্যবসা। সারারাত দোকানদারি করেন অনিতা মণ্ডল। এক্কেবারে সকাল ৭টা পর্যন্ত চলে তাঁর এই দোকান।
তবে এক্ষেত্রে নিত্যদিন তাঁকে লড়াই চালিয়ে যেতে হয়। রাত বাড়লে এলাকায় মাঝেমধ্যেই বাড়ে মদ্যপের দৌরাত্ম্য। সেসব সয়েই দিন গুজরান হয় তাঁর। ইস্পাত কঠিন হৃদয় আর অদম্য ইচ্ছা শক্তিকে পাথেয় করে জীবন সংগ্রামে এগিয়ে চলেন অনিতা মণ্ডল। সম্প্রতি তাঁর দোকানে চুরি হয়ে গিয়েছিল। যার জেরে বেশ খানিকটা ধাক্কাও এসেছে তাঁর ব্যবসায়।
তবে তাতেও বিন্দুমাত্র ভেঙে পড়েননি অনিতা। দৃঢ় সংকল্পে লড়াই জারি রেখেছেন বৃদ্ধা। এই দোকান থেকেই তাঁরও যেমন পেট চলে তেমনই চালান মেয়ের সংসারও। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক পরপরই এমন এক মহীয়সী নারীর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ।