Unique news: অসুস্থ জামাইয়ের চিকিৎসায় প্রাণপাত শাশুড়ির! দারুণ চর্চায় এমন ইস্পাত কঠিন জীবন সংগ্রাম

Barasat News: বছর ষাটেকের এই বৃদ্ধার এ এক অনন্য জীবন সংগ্রাম। ফি দিন কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয় তাঁকে। হাজারো প্রতিকূলতাকে হেলায় উড়িয়ে দুরন্ত লড়াই জারি রেখেছেন অনিতা মণ্ডল।

author-image
Mobarak Koraisi
New Update
Anita Mandal an old woman from Barasat earns a living by running a shop all night long: উত্তর ২৪ পরগনা বারাসত অনিতা মণ্ডল

North 24 parganas News: নিজের দোকানে অনিতা মণ্ডল।

North 24 parganas News: একটা সময়ে স্বামী-স্ত্রী মিলে চালাতেন এই দোকান। রাস্তার ধারের এক চিলতে দোকান চালিয়েই মেয়ের বিয়ে দিয়েছেন তাঁরা। তবে বছর দু'য়েক আগে স্বামী মারা যেতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড় হয়েছিল বছর ষাটেকের অনিতা মণ্ডলের। তবে দমেননি তিনি। চোয়াল শক্ত রেখে চালিয়ে গিয়েছেন জীবন সংগ্রাম।

Advertisment

উত্তর ২৪ পরগনার বারাসাতের চাঁপাডালি মোড়ে রয়েছে অনিতা মণ্ডলের এক চিলতে দোকান ঘর। রাস্তার পাশের ঝুপড়ি দোকানে ঘুগনি-রুটির ব্যবসা তাঁর। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন বছর কয়েক আগে। তবে মেয়েরও সাংসারিক পরিস্থিতি ভালো নয়। জামাইয়ের কঠিন অসুখ। ছোট্ট দোকান চালিয়ে যা আয় হয় তা দিয়ে নিজেরটা কোনও মতে চালিয়ে নিয়ে বাকি টাকা তিনি পাঠিয়ে দেন মেয়ে-জামাইকে।

চাঁপাডালি মোড়ে রাস্তার ধারের ভাঙাচোরা দোকান তাঁর কাছে যেন এক মন্দিরের মতো। রাতভর এই দোকানেই থাকেন তিনি। সন্ধ্যে ৭টা থেকে শুরু হয় তাঁর ঘুগনি-রুটি বিক্রির ব্যবসা। সারারাত দোকানদারি করেন অনিতা মণ্ডল। এক্কেবারে সকাল ৭টা পর্যন্ত চলে তাঁর এই দোকান।

আরও পড়ুন- AC Local Train: গ্রাম বাংলার বুক চিরে ছুটবে AC লোকাল ট্রেন, বঙ্গবাসীর 'স্বপ্ন সফরে' গ্যাঁটের কড়ি খসবে কত?

Advertisment

তবে এক্ষেত্রে নিত্যদিন তাঁকে লড়াই চালিয়ে যেতে হয়। রাত বাড়লে এলাকায় মাঝেমধ্যেই বাড়ে মদ্যপের দৌরাত্ম্য। সেসব সয়েই দিন গুজরান হয় তাঁর। ইস্পাত কঠিন হৃদয় আর অদম্য ইচ্ছা শক্তিকে পাথেয় করে জীবন সংগ্রামে এগিয়ে চলেন অনিতা মণ্ডল। সম্প্রতি তাঁর দোকানে চুরি হয়ে গিয়েছিল। যার জেরে বেশ খানিকটা ধাক্কাও এসেছে তাঁর ব্যবসায়।

আরও পড়ুন- Basanta Utsav: জমে যাবে 'বসন্ত উৎসব'! দুরন্ত বন্দোবস্ত দিঘায়, খাস 'শান্তিনিকেতন' তুলে আনছে মহিষাদল রাজবাড়ি

তবে তাতেও বিন্দুমাত্র ভেঙে পড়েননি অনিতা। দৃঢ় সংকল্পে লড়াই জারি রেখেছেন বৃদ্ধা। এই দোকান থেকেই তাঁরও যেমন পেট চলে তেমনই চালান মেয়ের সংসারও। আন্তর্জাতিক নারী দিবসের ঠিক পরপরই এমন এক মহীয়সী নারীর এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন- West Bengal News Live: বিজেপির বিক্ষোভের জের, ফের উত্তপ্ত বিধানসভা, নথি ছিঁড়ে বিধায়কদের বেনজির প্রতিবাদ

Barasat Bengali News Today North 24 Pargana news in west bengal news of west bengal