/indian-express-bangla/media/media_files/2025/05/26/wTh0Uq8BCQilsoytjfK5.jpg)
প্রতীকী ছবি।
migrant worker death: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা হয় মালদায়। ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকার ঘটনা। পরিবার ও পরিজনদের অভিযোগ, অসঙ্গতি রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায়। ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনেরা।
এদিন সকালে মালদা শহরের মাধবনগর এলাকায় অ্যাম্বুলেন্স করে হায়দ্রাবাদ থেকে মৃতদেহ নিয়ে আসা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম, জগন্নাথ চৌধুরী (৪০)। স্ত্রী অঞ্জলি চৌধুরী। পরিবারের রয়েছে দুই কন্যা সন্তান। তাঁদের বাড়ি মাধবনগর নিমতলা এলাকায়।
মৃতের স্ত্রী ও পরিজনদের দাবি, পরিবারে অভাবের কারণেই চার মাস আগে জগন্নাথ হায়দ্রাবাদে গিয়েছিলেন শ্রমিকের কাজে যোগ দিতে। গত শুক্রবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ বলে বাড়িতে খবর আসে। তাকে হায়দ্রাবাদে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার পরিবারের লোককে জানানো হয় ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানো হচ্ছে ওই পরিযায়ী শ্রমিককে। কিছুক্ষণ বাদে বাড়িতে খবর আসে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পাঠানো হয় মালদায়।
মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবার ও পরিজনেরা। তবে যে ঠিকাদার জগন্নাথকে কাজে নিয়ে গিয়েছিল তার দেখা না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবারের লোকেরা। তাদের দাবি সঠিক বিষয় সামনে আসুক। অ্যাম্বুলেন্স চালক ও ঠিকাদার সংস্থার কথায় অসঙ্গতি রয়েছে বলে তাদের অভিযোগ।