migrant worker death:ভিনরাজ্যে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, শববাহী অ্যাম্বুলেন্স আটকাল পরিবার

Malda migrant worker dies: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। মাস চারেক আগে হায়দ্রাবাদে শ্রমিকের কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি।

Malda migrant worker dies: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। মাস চারেক আগে হায়দ্রাবাদে শ্রমিকের কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি।

author-image
Madhumita Dey
New Update
Actor Passed away

প্রতীকী ছবি।

migrant worker death: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে আসা হয় মালদায়। ইংরেজবাজার পুরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকার ঘটনা। পরিবার ও পরিজনদের অভিযোগ, অসঙ্গতি রয়েছে ঠিকাদার সংস্থা ও অ্যাম্বুলেন্স চালকের কথায়। ঠিকাদার না আসা পর্যন্ত অ্যাম্বুলেন্স আটকে রাখেন মৃতের পরিজনেরা।

Advertisment

এদিন সকালে মালদা শহরের মাধবনগর এলাকায় অ্যাম্বুলেন্স করে হায়দ্রাবাদ থেকে মৃতদেহ  নিয়ে আসা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম, জগন্নাথ চৌধুরী (৪০)। স্ত্রী অঞ্জলি চৌধুরী। পরিবারের রয়েছে দুই কন্যা সন্তান। তাঁদের বাড়ি মাধবনগর নিমতলা এলাকায়।

আরও পড়ুন- West Bengal News live updates:মঞ্চ খোলা নিয়ে তুলকালামের মধ্যেই সেনা VS কলকাতা পুলিশ, মহাকরণের সামনে সেনার ট্রাক আটকাল পুলিশ

Advertisment

মৃতের স্ত্রী ও পরিজনদের দাবি, পরিবারে অভাবের কারণেই চার মাস আগে জগন্নাথ হায়দ্রাবাদে গিয়েছিলেন শ্রমিকের কাজে যোগ দিতে। গত শুক্রবার হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জগন্নাথ বলে বাড়িতে খবর আসে। তাকে হায়দ্রাবাদে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- Javed Akhtar:'তৃণমূলের সরকার মুসলিম লিগ-২', কলকাতায় জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল নিয়ে সোচ্চার শুভেন্দু

শনিবার পরিবারের লোককে জানানো হয় ট্রেনে চাপিয়ে বাড়ি পাঠানো হচ্ছে ওই পরিযায়ী শ্রমিককে। কিছুক্ষণ বাদে বাড়িতে খবর আসে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পাঠানো হয় মালদায়।

আরও পড়ুন-SCO Summit:ট্রাম্পকে চাপে ফেলতে 'মাস্টারপ্ল্যান'! মোদী-পুতিনকে পাশে নিয়েই বড় ঘোষণা চিনের প্রেসিডেন্টের

মঙ্গলবার সকালে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবার ও পরিজনেরা। তবে যে ঠিকাদার জগন্নাথকে কাজে নিয়ে গিয়েছিল তার দেখা না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রাখেন পরিবারের লোকেরা। তাদের দাবি সঠিক বিষয় সামনে আসুক। অ্যাম্বুলেন্স চালক ও ঠিকাদার সংস্থার কথায় অসঙ্গতি রয়েছে বলে তাদের অভিযোগ।

Death migrant worker Malda