Burdwan University: শীর্ষ মাওবাদী নেতার 'বিরাট' কৃতিত্বে পাশে বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুরন্ত উদ্যোগের প্রশংসা সর্বত্র

Burdwan University: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থেকেই ‘প্রাচীন ভারতের বন ও বনসম্পদ’ নিয়ে গবেষণা অর্থাৎ পিএইডি করছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। আর্থিক সমস্যার কারণে এহেন গবেষকের গবেষণা যাতে আটকে না যায়,তার জন্যে সব রকম ভাবে পাশে থাকার বার্তা দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ

Burdwan University: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থেকেই ‘প্রাচীন ভারতের বন ও বনসম্পদ’ নিয়ে গবেষণা অর্থাৎ পিএইডি করছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। আর্থিক সমস্যার কারণে এহেন গবেষকের গবেষণা যাতে আটকে না যায়,তার জন্যে সব রকম ভাবে পাশে থাকার বার্তা দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Arnab Dam

শীর্ষ মাওবাদী নেতার 'বিরাট' কৃতিত্বে পাশে বর্ধমান বিশ্ববিদ্যালয়, দুরন্ত উদ্যোগের প্রশংসা সর্বত্র

Burdwan University: বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থেকেই ‘প্রাচীন ভারতের বন ও বনসম্পদ’ নিয়ে গবেষণা অর্থাৎ পিএইডি করছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। আর্থিক সমস্যার কারণে এহেন গবেষকের গবেষণা যাতে আটকে না যায়,তার জন্যে সব রকম ভাবে পাশে থাকার বার্তা দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথ। পিএইচডি রেজিস্ট্রেশনের জন্যে যে টাকা দিতে হয়,সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় মকুব করে দিচ্ছে বলে উপাচার্য বুধবার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।এছাড়াও গ্রন্থাগার থেকে অর্ণবের বই পেতে অর্ণব দামের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যেও উপাচার্য গ্রন্থাগারিককে নির্দেশ দিয়েছেন।

Advertisment

আরও পড়ুন- ফের বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! নালিশ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

মাওবাদী নেতা অর্ণব দাম অত্যন্ত মেধাবী। তিনি পিএইডি-র প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন। গবেষণার জন্যে দু’রকম বৃত্তি চেয়ে আবেদন করেছিলেন অর্ণব।কিন্তু তিনি বঞ্চিত হচ্ছিলেন। মুখ্যমন্ত্রী,শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে সেই বিষয়টি জানায় এপিডিআর। এপিডিআরের রাজ্য সম্পাদক রঞ্জিত শূর এদিন বলেন,বর্ধমান বিশ্ববিদ্যালয় সহানুভূতির সঙ্গে অর্ণব দামের পাশে দাঁড়াচ্ছে, এতে আমরা খুশি।“ 

Advertisment

আরও পড়ুন- পটে তুলির টান পড়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির! অনিশ্চিত শতাব্দীপ্রাচীন রাজবাড়ির পটেশ্বরীর দুর্গা

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে,“বৃত্তির জন্যে অর্ণবের আবেদন নিয়ম মেনে যথাযথ জায়গাতে পাঠানো হয়েছে। অর্ণব যাতে বৃত্তি পায়, তার জন্যেও চেষ্টা করা হচ্ছে।“ উপাচার্য শঙ্করকুমার নাথ  বলেন, “গবেষণাপত্র জমা দেওয়ার জন্যে বিশ্ববিদ্যালয় যে টাকা নেয়, সেটা অর্ণব দামের ক্ষেত্রে মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ল্যাপটপ ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী অর্ণবকে দেওয়া যায় কি না, সেই বিষয়টিও আলোচনার পর্যায়ে রয়েছে।”

আরও পড়ুন- বেনজির বিশৃঙ্খলা বিধানসভায়! সাসপেন্ড BJP-র শঙ্কর ঘোষ, 'চুরি, ডাকাতিতে বেঁচে আছেন', তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

এদিকে গবেণায় যাকে এতরকম সহায়তা প্রদানের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অর্ণব দাম অবশ্য যে-সে বন্দি নয়। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শিলদা ইএফআর(EFR)ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম কে। গত বছরের ২৯ ফেব্রুয়ারী তাঁর সাজা ঘোষণা হয়। তারপর থেকে প্রথমে  পশ্চিম মেদিনীপুর জেল,পরে হুগলির চুঁচুড়ার সংশোধনাগার। জেল বাসের মধ্যেই তিনি  ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ  হন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে ’পিএইচডি’ করার জন্য অর্ণব দামের এখন ঠিকানা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার।

The University of Burdwan