/indian-express-bangla/media/media_files/2025/08/09/indian-railway-2025-08-09-16-16-40.jpg)
Indian Railway:প্রতীকী ছবি।
Train diversions: নন ইন্টারলকিংয়ের কাজের জন্য এক মাসেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। এছাড়াও বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর কথাও ঘোষমা করা হয়েছে।
পূর্ব রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৬ অক্টোবর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত আসানসোল বিভাগের দুর্গাপুর-আসানসোল সেকশনে নন-ইন্টারলকিং কাজ চলাকালীন সময়ে বেশ কিছু ট্রেন বাতিল ও ডাইভার্ট করা হবে।
আরও পড়ুন- Kolkata:তাবড় রাজ্যকে বলে বলে ১০ গোল! কেন্দ্রের বিচারেই ফের 'সেরার সেরা' কলকাতা!
বাতিল ট্রেনের তালিকা:
চম্বল এক্সপ্রেস (হাওড়া-গোয়ালিয়র ও গোয়ালিয়র-হাওড়া)
চম্বল এক্সপ্রেস (হাওড়া-মথুরা)
আগ্রা ক্যান্টনমেন্ট-হাওড়া চম্বল এক্সপ্রেস
গুরুমুখী এসএফ এক্সপ্রেস (কলকাতা-নাঙ্গল ড্যাম ও উল্টো দিক)
যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস (শিয়ালদহ-আনন্দ বিহার)
বিভূতি এক্সপ্রেস (হাওড়া-প্রয়াগরাজ রামবাগ)
আরও পড়ুন- West Bengal News Live Updates: DVC-র জল ছাড়ার পরিমাণ নিয়ে মমতার দাবি নস্যাৎ মোদীর মন্ত্রীর
কোলফিল্ড এক্সপ্রেস (হাওড়া-ধানবাদ)
দুর্গিয়ানা এক্সপ্রেস (কলকাতা-অমৃতসর)
আরা এক্সপ্রেস (কলকাতা-আরা ও উল্টো দিক)
সাপ্তাহিক এক্সপ্রেস (হাওড়া-ভোপাল ও উল্টো দিক)
রক্সৌল এক্সপ্রেস (হাওড়া-রক্সৌল)
শিপ্রা এক্সপ্রেস (ইন্দোর-হাওড়া)
এসএফ ইন্টার সিটি এক্সপ্রেস (শিয়ালদহ-আসানসোল)
মেমু ও সাপ্তাহিক লোকাল ট্রেন (বর্ধমান-আসানসোল/আসানসোল-বর্ধমান/দুর্গাপুর-আসানসোল/অন্ডাল-বর্ধমান)
আরও পড়ুন-Bomb Explosion:বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! নিখোঁজ ওসমান শেখকে ঘিরে সীমাহীন রহস্য রেজিনগরে
নিম্নলিখিত ট্রেনগুলো অস্থায়ীভাবে ঘুরপতে চালানো হবে:
হাওড়া-মোকামা এক্সপ্রেস (২, ৩, ১৩, ১৪, ১৯, ২০, ২১ ও ২২ নভেম্বর) খনা-রামপুরহাট-দুমকা-জাসিডিহ-এর পরিবর্তে খনা-আসানসোল-জাসিডিহ রুটে চলবে।
মোকামা-হাওড়া এক্সপ্রেস (২০, ২১, ২২ ও ২৩ নভেম্বর) জাসিডিহ-দুমকা-রামপুরহাট-খনা রুটের পরিবর্তে জাসিডিহ-আসানসোল-খনা হয়ে চলবে।
হাওড়া-দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেস (২০, ২১, ২২ ও ২৩ নভেম্বর) খনা-বোলপুর-শান্তিনিকেতন-সাঁইথিয়া রুটের পরিবর্তে খনা-অন্ডাল-সাঁইথিয়া হয়ে চলবে।