Kolkata:তাবড় রাজ্যকে বলে বলে ১০ গোল! কেন্দ্রের বিচারেই ফের 'সেরার সেরা' কলকাতা!

crime statistics:দেশের একের পর এক রাজ্যকে পিছনে ফেলে ফের সেরার সেরার সম্মান পেয়েছে প্রাণের শহর কলকাতা।

crime statistics:দেশের একের পর এক রাজ্যকে পিছনে ফেলে ফের সেরার সেরার সম্মান পেয়েছে প্রাণের শহর কলকাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata  ,India’s safest city  ,NCRB 2023,  lowest crime rate  ,cognisable offences  ,major Indian cities,  crime statistics,  safety ranking,  metropolitan safety,  crime per lakh,কলকাতা নিরাপদ শহর,  এনসিআরবি রিপোর্ট ২০২৩  ,অপরাধ হ্রাস কলকাতা  ,প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধ,  মহিলাদের বিরুদ্ধে অপরাধ,  কগনিজেবল অপরাধ,  দেশসেরা নিরাপত্তা নগরী  ,তিলোত্তমা মহানগরী  ,অপরাধ প্রবণতা  ,কলকাতা পুলিশের ভূমিকা,  শহর নিরাপত্তা র‍্যাংকিং  ,NCRB তথ্য,  শহর vs শহর তুলনা,  প্রধানমন্ত্রী / রাজ্য সরকারের কার্যক্রম,  জন-নিরাপত্তা

Victoria Memorial Hall, Kolkata: ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতা।

NCRB-এর ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল তিলোত্তমা মহানগরী কলকাতা। এই নিয়ে পরপর চারবার এই সম্মান অর্জন করেছে প্রাণের শহর কলকাতা।

Advertisment

জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র ২০২৩ সালের ডেটা অনুযায়ী কলকাতা আগের বছরের মতোই দেশের ১৮ থেকে ১৯ টি বড় শহরের মধ্যে সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়েছে। রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে কলকাতায় অপরাধ হয়েছে ৮৩. ৯।

আরও পড়ুন- Bomb Explosion:বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! নিখোঁজ ওসমান শেখকে ঘিরে সীমাহীন রহস্য রেজিনগরে

Advertisment

দেশের মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণতা বেশি কেরলের কোচিতে। প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩১৯২.৪ অপরাধ হয়েছে দক্ষিণের এই শহরে। রাজধানী দিল্লিতে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে অপরাধের সংখ্যা ২১০৫.৩। NCRB-এর রিপোর্ট অনুযায়ী গুজরাটের সুরাটে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে অপরাধ প্রবণতা ১৩৭৭.১।

এনসিআরবি-এর রিপোর্ট বলছে কলকাতার পর অপরাধ প্রবণতায় স্থান পেয়েছে হায়দ্রাবাদ। প্রতি লক্ষ মানুষের মধ্যে হায়দ্রাবাদে ৩৩২.৩ অপরাধের হিসেব নথিভুক্ত হয়েছে। বাণিজ্য নগরী মুম্বইয়ে প্রতি লক্ষ মানুষের মধ্যে ৩৫৫.৪ অপরাধ হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: DVC-র জল ছাড়ার পরিমাণ নিয়ে মমতার দাবি নস্যাৎ মোদীর মন্ত্রীর

তবে গোটা দেশের মধ্যে পরপর চারবার নিরাপদতম শহরের শিরোপা জিতে নিয়েছে তিলোত্তমা মহানগরী কলকাতা। NCRB-এর এই ডেটা প্রকাশ্যে আসার পর থেকে তৃণমূলের নেতা-মন্ত্রী, সাংসদ, বিধায়করা পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশংসা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- SIR: ভোটার তালিকা সংশোধনেই কি লুকিয়ে ভোট রাজনীতির নতুন খেলা? রাজ্যের ভূমিকার সমালোচনায় দিলীপ ঘোষ

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "টানা চতুর্থ বছরের জন্য, কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে NCRB-এর তথ্য, তাই আমরা নিজেদের প্রশংসা করছি না। এই সাফল্য মুখ্যমন্ত্রী @MamataOfficial-এর দৃঢ় ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের কারণে। বিজেপি যতই বাংলার অপমান করুক না কেন, পরিসংখ্যানই সত্য কথা বলে। আমাদের শহরকে নিরাপদ ও প্রাণবন্ত রাখার জন্য @KolkataPolice-কে অভিনন্দন ও কৃতজ্ঞতা।"

Bengali News Today kolkata NCRB Report