/indian-express-bangla/media/media_files/2025/10/04/blast-2025-10-04-14-59-52.jpg)
Bomb explosion: বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে বোমা বাঁধার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোমা বিস্ফোরণের পর থেকে ওসমান শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। যদিও ওসমানের পরিবার দাবি করছে, তিনি ইতিমধ্যেই মৃত। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে তিন বালতি ভর্তি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং রক্তের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- SIR: ভোটার তালিকা সংশোধনেই কি লুকিয়ে ভোট রাজনীতির নতুন খেলা? রাজ্যের ভূমিকার সমালোচনায় দিলীপ ঘোষ
এদিকে এই ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live Updates: DVC-র জল ছাড়ার পরিমাণ নিয়ে মমতার দাবি নস্যাৎ মোদীর মন্ত্রীর
পরিবার সূত্রে জানা যায়, তকিপুর পিলখানার বাসিন্দা ওসমান শেখ (৫৫) বৃহস্পতিবার রাতে তিনজন স্থানীয় ব্যক্তি “কাজ আছে” বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রেজিনগর থানায় খবর দেওয়া হয়।
আরও পড়ুন- Durga Puja 2025:টয় ট্রেনে চেপে কৈলাসে ফিরলেন উমা! অভূতপূর্ব বিসর্জনের সাক্ষী দার্জিলিং
ওসমানের পরিবারের দাবি, “জীবিত বা মৃত—আমাদের ভাইকে আমাদের হাতে ফিরিয়ে দিন।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বোমা বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us