/indian-express-bangla/media/media_files/2025/10/23/assam-kokrajhar-train-blast-major-accident-averted-2025-10-23-15-29-33.jpg)
বিকট শব্দে প্রবল বিস্ফোরণ
বিকট শব্দে রেললাইনে প্রবল বিস্ফোরণ। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় ট্রেন দূর্ঘটনা। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রেল লাইনে আইইডি বিস্ফোরণ ঘটায়। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনও ট্রেন লাইনচ্যুতও হয়নি। বৃহস্পতিবার রাত প্রায় ১টা নাগাদ অসমের কোকরাঝাড়ে রেললাইনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।
আরও পড়ুন- এক কাপ চায়ের দামে অফিস-বাড়ি! সেরা ৫ ইলেকট্রিক স্কুটারই হবে পারে আপনার বেস্ট ট্রাভেল পার্টনার
#WATCH | Superintendent of Railway Police, Pranjit Borah says, "Railway loco pilot informed us last night that there was some disturbance. District Police and GRP came here and investigated. Damage was detected on a track. It could be a suspected blast. Investigation is in a… https://t.co/DMgYxzyJmIpic.twitter.com/T4HErjdUmO
— ANI (@ANI) October 23, 2025
রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে বিস্ফোরণের জেরে প্রায় ৮ থেকে ১০টি ট্রেন দেরিতে চলছে। ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ ট্র্যাক মেরামতের কাজ শেষ হয় এবং ৫টা ৩০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহলদারিও।
আরও পড়ুন- ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু দাপুটে নেতার, শোকপ্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানান, আলিপুরদুয়ার বিভাগের কোকরাঝাড় স্টেশনের কাছে এই বিস্ফোরণটি ঘটে। সেই সময় সালাকাটি ও কোকরাঝাড়ের মধ্যে একটি মালগাড়ি যাচ্ছিল। ট্রেনের চালক হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। পরে তদন্তে জানা যায়, আইইডি বিস্ফোরণের কারণে ট্র্যাক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন- ভাইফোঁটার সকালে দুলে উঠল পৃথিবী, প্রবল কম্পনে তুমুল আতঙ্ক ভারতে
#WATCH | Assam: Damage detected on a railway track in Kokrajhar district. Police say that it could be a suspected blast but the investigation is in a preliminary stage. Train movement has resumed after repair work. pic.twitter.com/7eZJYINtnV
— ANI (@ANI) October 23, 2025
পুলিশ সুপার প্রঞ্জিত বোরা জানান, কোকরাঝাড়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে জেলা পুলিশ ও জিআরপি রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। তিনি বলেন, “তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি এটি নাশকতার ঘটনা হয়ে থাকে, তবে দোষীদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন- দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের কাছে মহিলাকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us