Advertisment

Attacks on TMC Mla: কালীপুজোর রাতে বাঁশপেটা তৃণমূল বিধায়ককে, আক্রান্ত আরও এক জোড়াফুল বিধায়ক

Attacks on TMC Mla: কালীপুজোর রাতে তৃণমূলের দুই বিধায়কের উপর হামলার অভিযোগ। দুটি পৃথক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকজন গ্রেফতারও হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Attacks on TMC Mla, Minakhan, Sandeshkali TMC Mla, Usharani Mondal,Sukumar Mahato,Tmc, Kali Puja 2024,তৃণমূল বিধায়কদের উপর হামলা,মিনাখাঁ,সন্দেশখালি,উষারানি মণ্ডল,সুকুমার মাহাতো

প্রতীকী ছবি।

Attacks on TMC Mla: কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শাসকদলের দুই বিধায়ক। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ও মিনাখাঁর বিধায়কদের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। 

Advertisment

মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলের নেতা। জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর দিন রাতে হাড়োয়ায় একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। রাতে সেই কালীপুজোর অনুষ্ঠান দেখে তাঁরা বাড়িতে ফিরছিলেন। সেই সময়েই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ।

হাড়োয়ার অটো স্ট্যান্ডের কাছে তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। শাসকদলের বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছড়া হয়। গাড়ি থেকে নামতেই ঊষারানি মণ্ডলের স্বামীকেও বেধড়ক মারধর করে কয়েকজন। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল নিজেও। বিধায়ক ও তাঁর স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন হামলার শিকার হয়েছেন। তাঁদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee: কালীপুজোর দিনেই নয়া নজির মমতার! শ্যামা সংগীত নিয়ে পেরোলেন দেড়শো গানের মাইলস্টোন

আরও পড়ুন- Kali Puja 2024: জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো! নেতা-মন্ত্রীদের সঙ্গেই পুলিশ-প্রশাসনের কর্তাদের উপস্থিতি নজর কেড়েছে

অন্যদিকে, সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর উপরেও হামলা হয় গতকাল। এক্ষেত্রে কাঠগড়ায় দলেরই একাংশের নেতা-কর্মীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন সুকুমার মাহাতো। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজন গ্রেফতার হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন মিনাখাঁর তৃণমূল বিধায়কও।

আরও পড়ুন- Bardhaman Incident: কালীপুজোর রাতে বীভৎস মৃত্যু ৫ জনের! প্রাণ বাঁচাতে লড়াই আরও দু'জনের, কারণ জানেন?

TMC MLA North 24 Pargana Kalipuja 2024 attack
Advertisment