/indian-express-bangla/media/media_files/2024/11/01/M3rhSS352P5G3W67KPi9.jpg)
প্রতীকী ছবি।
Attacks on TMC Mla: কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শাসকদলের দুই বিধায়ক। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ও মিনাখাঁর বিধায়কদের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে।
মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। মৃত্যুঞ্জয় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলের নেতা। জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর দিন রাতে হাড়োয়ায় একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। রাতে সেই কালীপুজোর অনুষ্ঠান দেখে তাঁরা বাড়িতে ফিরছিলেন। সেই সময়েই তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ।
হাড়োয়ার অটো স্ট্যান্ডের কাছে তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। শাসকদলের বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছড়া হয়। গাড়ি থেকে নামতেই ঊষারানি মণ্ডলের স্বামীকেও বেধড়ক মারধর করে কয়েকজন। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল নিজেও। বিধায়ক ও তাঁর স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন হামলার শিকার হয়েছেন। তাঁদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee: কালীপুজোর দিনেই নয়া নজির মমতার! শ্যামা সংগীত নিয়ে পেরোলেন দেড়শো গানের মাইলস্টোন
অন্যদিকে, সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর উপরেও হামলা হয় গতকাল। এক্ষেত্রে কাঠগড়ায় দলেরই একাংশের নেতা-কর্মীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন সুকুমার মাহাতো। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকজন গ্রেফতার হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন মিনাখাঁর তৃণমূল বিধায়কও।