/indian-express-bangla/media/media_files/2025/10/20/cats-2025-10-20-13-40-09.jpg)
সেনাদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশন মোদীর, আত্মনির্ভর ভারতের পক্ষে জোরালো সওয়াল
দীপাবলির দিন এবার নৌসেনাদের সঙ্গে উৎসব উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে তিনি গোয়ায় পৌঁছে নৌবাহিনীর কর্মীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। প্রধানমন্ত্রী মোদী আইএনএস বিক্রান্তে থাকা সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে একটি কড়া বার্তাও দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের তিন সশস্ত্র বাহিনীর মধ্যে অসাধারণ সমন্বয় পাকিস্তানকে রেকর্ড সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। আজ আমি সেই গৌরবের স্মৃতি আবারও স্মরণ করছি।” নৌবাহিনীর সাহসী সেনাদের উদ্দেশ্যে মোদী বলেন, “আপনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করা আমার কাছে সৌভাগ্যের বিষয়। একদিকে আছে অসীম সমুদ্র, আর অন্যদিকে আপনাদের অদম্য সাহস ও শক্তি—এই দুইয়ের মিলনেই ভারত আজ আরও শক্তিশালী হয়ে উঠেছে।” তিনি নৌসেনা ও তাঁদের পরিবারকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকেও দীপাবলির শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
পাকিস্তানকে উদ্দেশ করে মোদী বলেন, “যখন হুমকি বাস্তব হয় এবং সংঘাতের সম্ভাবনা তৈরি হয়, তখন জয় তাদেরই হয় যারা দৃঢ়ভাবে লড়ে যায়। আমাদের বাহিনীকে কার্যকর হতে হলে তাদের শক্তিশালী, সক্ষম ও আত্মনির্ভর হতে হবে।” তিনি আরও বলেন, “মাত্র কয়েক মাস আগেই আমরা দেখেছি, ‘বিক্রান্ত’ নাম শুনেই পাকিস্তানের ঘুম উড়ে গেছে। আইএনএস বিক্রান্ত ভারতের আত্মনির্ভরতার এক জ্বলন্ত প্রতীক—ভারতে তৈরি এই যুদ্ধজাহাজ ভারতের সামরিক শক্তির প্রতিফলন।”
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে গড়ে প্রতি ৪০ দিনে একটি নতুন দেশীয় যুদ্ধজাহাজ বা সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে। “ব্রহ্মোস ও আকাশ ক্ষেপণাস্ত্রও ইতিমধ্যেই নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। গত দশকে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ৩০ গুণেরও বেশি বেড়েছে। প্রতিরক্ষা খাতে দেশীয় স্টার্টআপ ও ইউনিটগুলির অবদান এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে,” বলেন মোদী।
দীপাবলির আনন্দমুখর আবহে প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও বক্তব্য রাখেন। তিনি জানান, ২০১৪ সালের আগে প্রায় ১২৫টি জেলা মাওবাদী অধ্যুষিত ছিল। গত দশ বছরের কঠোর পরিশ্রমে সেই সংখ্যা কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র ১১-তে। তার মধ্যেও মাওবাদীদের প্রভাব কেবল তিনটি জেলায় সীমিত। “আজ ১০০টিরও বেশি জেলা মাওবাদী সন্ত্রাসমুক্ত হয়ে শান্তিতে দীপাবলি উদযাপন করছে। এটি আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস ও আত্মত্যাগের ফল,” বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও যোগ করেন, “দেশ এখন নকশাল-মাওবাদী সন্ত্রাস থেকে মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটি ভারতের শান্তি ও স্থিতিশীলতার নতুন অধ্যায়ের সূচনা।”
আরও পড়ুন- অবতরণের সময় বিরাট বিপত্তি! দু'টুকরো হয়ে সমুদ্রে গিয়ে পড়ল বিমান, বুক কাঁপানো দুর্ঘটনায় মৃত ২
सभी देशवासियों को दीपावली की हार्दिक शुभकामनाएं। प्रकाश का यह पावन पर्व हर किसी के जीवन को सुख-समृद्धि और सौहार्द से आलोकित करे, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) October 20, 2025
আলোর উৎসব উপলক্ষ্যে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেশবাসীর প্রতি দীপাবলির উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “আমার সকল দেশবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আলোর এই পবিত্র উৎসব সকলের জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতির আলোয় আলোকিত করুক।” একইসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ইনস্টাগ্রামে পোস্ট করে দেশ ও বিশ্বের সকল ভারতীয়কে দীপাবলির শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী মোদী উৎসবের এই মৌসুমে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান। ‘মেক ইন ইন্ডিয়া’-র প্রচারকে এগিয়ে নিয়ে তিনি বলেন, “এই উৎসবের মরশুমে আসুন আমরা ১৪০ কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবন উদযাপন করি। দেশীয় পণ্য কিনুন, গর্বের সঙ্গে বলুন — এটি স্বদেশী! এবং যা কিনছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়।”
Let’s mark this festive season by celebrating the hardwork, creativity and innovation of 140 crore Indians.
— Narendra Modi (@narendramodi) October 19, 2025
Let’s buy Indian products and say- Garv Se Kaho Yeh Swadeshi Hai!
Do also share what you bought on social media. This way you will inspire others to also do the same. https://t.co/OyzVwFF8j6
রাষ্ট্রপতি মুর্মু তাঁর বার্তায় বলেন, “দীপাবলির এই শুভমুহূর্ত উপলক্ষে আমি দেশ ও বিদেশে থাকা সকল ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই উৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি বয়ে আনুক।”
আরও পড়ুন- কালীপুজোর সকালে ডাকাবুকো তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা, বন্দুকের বাঁটে ফাটল মাথা
President of India tweets, "On the auspicious occasion of Diwali, I extend my heartfelt greetings and best wishes to all Indians, both in India and across the world." pic.twitter.com/Rn8HZwE4AC
— ANI (@ANI) October 20, 2025