/indian-express-bangla/media/media_files/2025/10/16/boro-maa-mandir-2025-10-16-10-09-17.jpg)
বিশ্বাস-আবেগ যেখানে মিলেমিশে একাকার, খালি হাতে ফেরেন না ভক্তরা
Naihati BoroMaa Kali: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আলোর উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ। পাল্লা দিয়ে দীপাবলির রঙিন আলোয় সেজে উঠছে গঙ্গাপাড়ের শহর নৈহাটি। শহরের সঙ্গে জুড়ে রয়েছে বড়'মার পুজোর মাহাত্ম্য।
'ধর্ম হোক যার যার, বড়মা সবার'। শতাব্দী প্রাচীন বড়মা'র খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশেও। কালীপুজোর রাতে নৈহাটির বড়মা'কে দেখতে ভিড় জমান লাখ লাখ ভক্ত। কথিত আছে বড়মার কাছে কিছু মানত করলে মা তাঁকে খালি হাতে ফেরান না। এমনই প্রচলিত ধারণা থেকে নৈহাটি ও সংলগ্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে কালীপুজোর দিন বড় মা'র মন্দির চত্ত্বরে কার্যত মানুষের ঢল নামে।শতাব্দী প্রাচীন মাতৃ প্রতিমা দর্শনে এমনিতে সারা বছর ভিড় লেগে থাকলেও কালীপুজোর দিনে নৈহাটির আকাশ-বাতাস জুড়ে যেন শুধুই বড়মা অলৌকিক মাহাত্ম্যর কাহিনী ভেসে বেড়ায়। বড়মার পুজো এবার ১০২ বছরে পা দিতে চলেছে।
আরও পড়ুন-ভোটের আগে বাংলায় হাজার হাজার সরকারি চাকরি, কীভাবে করবেন আবেদন?
কালীপুজোয় ঠিক কোন সময়ে গেলে বড় মা'র পুজো দিতে পারবেন? মা-কে দর্শন করতে গেলেই বা সঠিক কোন সময়? অঞ্জলি,ভোগ বিরতণের সময়ই বা কখন? আজকের এই প্রতিবেদনে জেনে নিন নৈহাটির বড় মা'র পুজোর বিষয়ে যাবতীয় তথ্য। বড়মা'র মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এবার কালীপুজো রাত ১২টায় শুরু হবে। তবে পুজোর প্রস্তুতি আগে থেকেই শুরু হবে। রাত আড়াইটার সময় অঞ্জলির ব্যবস্থা থাকবে, যেখানে উপস্থিত ভক্তরা চাইলে অঞ্জলি দিতে পারবেন। পুজো উপলক্ষে ভোগের আয়োজন করা হয়েছে। ভোগ ও প্রসাদ দেওয়ার জন্য আলাদা কাউন্টার রাখা হয়েছে। ১৭ অক্টোবর থেকে তিনটি কাউন্টার, আর ২০ অক্টোবর কালীপুজোর দিনে চারটি কাউন্টার খোলা থাকবে। এবার তিনশোর বেশি স্বেচ্ছাসেবক থাকবেন মণ্ডপ ও আশেপাশের এলাকায় সাধারণ ভক্তদের সাহায্যের জন্য। ৮০টির বেশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলবে। গঙ্গার ঘাট, মন্দির ও নৈহাটি স্টেশন চত্বরে একটি করে এলইডি থাকবে।” পুজো উপলক্ষে বড়মা'র মন্দির ১৮ থেকে ২৫ অক্টোবর বন্ধ থাকবে। ২৬ অক্টোবর থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো অনুষ্ঠিত হবে। প্রসাদ গ্রহণ ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ৩ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে।
আরও পড়ুন-দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নয়া মোড়, মুখ্যমন্ত্রীর কাছে কেন প্রকাশ্যে 'ক্ষমা' চাইলেন নির্যাতিতার বাবা?
চলতি বছর শতাব্দী প্রাচীন এই জাগ্রত কালীর পুজো ১০২ বছরে পা দিচ্ছে। পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, “২০ অক্টোবর, কালীপুজোর রাতে বড়মার মূল পুজো অনুষ্ঠিত হবে । রাত ১২টায় পুজো শুরু হবে, ২.৩০ মিনিটে অঞ্জলি হয়ে ভোগ-প্রসাদ বিতরণ করা হবে। পরের দিন ২১ অক্টোবর দুপুর ও রাতে পুজো হবে। ২২ অক্টোবরও দু’বেলা পুজো হবে। ২৪ অক্টোবর বড়মার প্রতিমা নিরঞ্জন হবে।”
কীভাবে যাবেন বড় মা'র পুজোয়-
শিয়ালদা থেকে সরাসরি মেইন লাইনের যে কোন ট্রেনে চেপে নেমে পড়ুন নৈহাটি স্টেশন, নেমে এক নম্বর প্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র ৪ মিনিটের হাঁটা পথে পৌঁছে যান বড়মা'র মন্দিরে। হাওড়া থেকে সরাসরি ব্যান্ডেল নেমে ট্রেনে চেপে চলে আসুন নৈহাটি স্টেশনে এক নম্বর প্যাটফর্ম থেকে বেরিয়ে কয়েক মিনিটের হাঁটা পথে চলে আসুন বড় মার মন্দিরে। চাইলে আপনি সরাসরি চুঁচুড়া থেকে ফেরি ঘাট পেরিয়ে সরাসরি হেঁটে আসতে পারেন বড় মা'র পুজো দেখতে। কল্যাণী, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর থেকে যারা আসতে চান তারা ট্রেনে চেপে নেমে পড়ুন নৈহাটি স্টেশন, নেমে এক নম্বর প্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র ৪ মিনিটের হাঁটা পথে পৌঁছে যান বড়মা'র মন্দিরে।
আরও পড়ুন-ফের সপ্তাহান্তে বৃষ্টি?বাংলায় জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার বিরাট আপডেট