Deepotsav 2025: ২৬ লাখ প্রদীপ, আকাশে উড়বে ১,১০০ ড্রোন, দীপাবলিতে ইতিহাস গড়ার পথে অযোধ্যা

Deepotsav 2025:হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। দীলাবলির এই রঙিন মুহূর্ত উদযাপন করতে দেশের অনান্য অংশের সঙ্গে সেজে উঠছে অযোধ্যাও। দুটি গিনেস রেকর্ড গড়তে প্রস্তুত রামনগরী, আকাশে উড়বে ১,১০০ ড্রোন।

Deepotsav 2025:হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। দীলাবলির এই রঙিন মুহূর্ত উদযাপন করতে দেশের অনান্য অংশের সঙ্গে সেজে উঠছে অযোধ্যাও। দুটি গিনেস রেকর্ড গড়তে প্রস্তুত রামনগরী, আকাশে উড়বে ১,১০০ ড্রোন।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepotsav 2025:

২৬.১১ লক্ষ প্রদীপ, আকাশে উড়বে ১,১০০ ড্রোন, দীপাবলিতে ইতিহাস গড়ার পথে অযোধ্যা

Deepotsav 2025: হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। দীলাবলির এই রঙিন মুহূর্ত উদযাপন করতে দেশের অনান্য অংশের সঙ্গে সেজে উঠছে অযোধ্যাও। দুটি গিনেস রেকর্ড গড়তে প্রস্তুত রামনগরী, আকাশে উড়বে ১,১০০ ড্রোন। 

Advertisment

আরও পড়ুন- সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ? বিমানবন্দরের স্ক্রিনে 'ফ্রি প্যালেস্তাইন' স্লোগান, চিন্তা বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের

এই বছরের অযোধ্যার দীপোৎসব হতে চলেছে ঐতিহাসিক। রাজ্য সরকার এই উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি দফতর জানিয়েছে, ২০২৫ সালের দীপোৎসব চলাকালীন দুটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য রাখা হয়েছে। 

Advertisment

প্রথম রেকর্ডটি তৈরি হবে ২৬.১১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে, যা পূর্ববর্তী বছরের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। দ্বিতীয় রেকর্ডটি হবে সরযূ আরতির সময় ২,১০০টি প্রদীপ দানের মাধ্যমে। এই আরতিতে অংশ নেবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্প! দুলে উঠল পৃথিবী, তুমুল আতঙ্কে চরম চাঞ্চল্য, হুলস্থূল কান্ড

এবার দীপোৎসবে বিশেষ আকর্ষণ হবে ড্রোন শো — যেখানে ১,১০০টি ড্রোন আকাশে একসঙ্গে ১০টি অনন্য প্যাটার্ন তৈরি করবে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ক্যামেরা, যা রিয়েল-টাইমে ভিড়ের সংখ্যা পর্যবেক্ষণ করবে।

এর পাশাপাশি, স্থানীয় পণ্যের একটি বৃহৎ প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। সেখানে “ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট” (ODOP) প্রকল্পের আওতায় অযোধ্যা জেলার ঐতিহ্যবাহী হস্তশিল্প ও পণ্য প্রদর্শিত হবে।

আরও পড়ুন- কালীপুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ফের টানা দুর্যোগ? কবে নামবে শীত?

দীপোৎসবের এটি নবম সংস্করণ। প্রতি বছরই উত্তরপ্রদেশ সরকার নতুন রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। এ বছর শুধু প্রদীপ জ্বালানোর সংখ্যায় নয়, সরযূ আরতির মাধ্যমেও একটি নতুন ইতিহাস গড়তে চলেছে অযোধ্যা।

Ayodhya