/indian-express-bangla/media/media_files/2025/10/17/weather-2025-10-17-08-34-35.jpg)
Bengal rain forecast: ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।
Kolkata Weather Forecast 17 October, 2025:কালীপুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার, রাজ্যে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দিনভর আকাশ পরিষ্কার থাকলেও শনিবার সকাল থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে বলে জানানো হয়েছে।
আগামীকাল শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই তালিকায় যোগ হতে পারে পূর্ব মেদিনীপুরও।
তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন-Weekend Getaway:ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর এই সি-বিচে মন মজেছে পর্যটকদের
তবে আগামী সোমবার, অর্থাৎ কালীপুজোর দিনে আবহাওয়া মোটের উপর মনোরমই থাকবে বলে আশ্বাস আবহাওয়া দপ্তরের। ফলে নির্ভয়ে উৎসবের আনন্দে মেতে উঠতে পারবেন বঙ্গবাসী।
এদিকে, চলতি মাসের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।