West Bengal Weather Update:কালীপুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ফের টানা দুর্যোগ? কবে নামবে শীত?

Kali Puja weather:কালীপুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোর দিনেও বড় দুর্যোগ? শীত পড়বে কবে থেকে? জানাল আবহাওয়া দফতর।

Kali Puja weather:কালীপুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোর দিনেও বড় দুর্যোগ? শীত পড়বে কবে থেকে? জানাল আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Kali Puja weather, Bengal rain forecast, South Bengal rain, North Bengal rain, Kolkata weather update, Kali Puja day weather, Alipore weather office, West Bengal Meteorological Department, cold wave alert, winter forecast Bengal,কালীপুজো আবহাওয়া, দক্ষিণবঙ্গ বৃষ্টি, উত্তরবঙ্গ বৃষ্টি, কালীপুজোর দিন আবহাওয়া, কলকাতা আবহাওয়া আপডেট, শীতের পূর্বাভাস, আলিপুর হাওয়া অফিস, পশ্চিমবঙ্গ আবহাওয়া দফতর

Bengal rain forecast: ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

Kolkata Weather Forecast 17 October, 2025:কালীপুজোর মুখে ফের বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালীপুজোর দিন অর্থাৎ সোমবার, রাজ্যে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দিনভর আকাশ পরিষ্কার থাকলেও শনিবার সকাল থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-TMC: ‘৬ বার জানিয়েও সমস্যা মেটেনি’, ক্ষোভের বিস্ফোরণ জনতার! পঞ্চায়েত অফিসে ঢুকেই তৃণমূল নেতাদের ফেলে মার

Advertisment

আগামীকাল শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই তালিকায় যোগ হতে পারে পূর্ব মেদিনীপুরও।

 তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন-Weekend Getaway:ভুলে যাবেন দিঘা-পুরী! কলকাতার কাছে অনিন্দ্যসুন্দর এই সি-বিচে মন মজেছে পর্যটকদের

তবে আগামী সোমবার, অর্থাৎ কালীপুজোর দিনে আবহাওয়া মোটের উপর মনোরমই থাকবে বলে আশ্বাস আবহাওয়া দপ্তরের। ফলে নির্ভয়ে উৎসবের আনন্দে মেতে উঠতে পারবেন বঙ্গবাসী।

আরও পড়ুন-Mahakal Temple:শিবভক্তদের জন্য সুখবর! জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গনের পর এবার মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে, চলতি মাসের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Kali Puja weather Kolkata Weather Bengal Weather Forecast