TMC Leader:নিহত জনপ্রিয় তৃণমূল নেতা বাবলা সরকারের জন্মদিনে উদ্বোধন আবক্ষ মূর্তির, সমালোচনার ঝড়!

Babla Sarkar:মালদহের ইংরেজবাজারের কানিরমোড়ে বাবলা সরকারের আবক্ষ মূর্তি উদ্বোধন, অনুগামীদের অসন্তোষ, নতুন মূর্তি তৈরির আশ্বাস দিলেন চৈতালি সরকার।

Babla Sarkar:মালদহের ইংরেজবাজারের কানিরমোড়ে বাবলা সরকারের আবক্ষ মূর্তি উদ্বোধন, অনুগামীদের অসন্তোষ, নতুন মূর্তি তৈরির আশ্বাস দিলেন চৈতালি সরকার।

author-image
Madhumita Dey
New Update
Babla Sarkar,  Bust unveiling,  Controversy,  English Bazar Municipality  ,Trinamool Congress leader  ,Devotees reaction,  Political leader memorial  ,Chaitali Sarkar , Kani Mor area,বাবলা সরকার  ,আবক্ষ মূর্তি  ,উদ্বোধন বিতর্ক,  ইংরেজবাজার পুরসভা , তৃণমূল নেতা  ,চৈতালি সরকার  ,কানিরমোড়,  অনুগামীদের অসন্তোষ,  নিহত নেতা স্মৃতি

Babla Sarkar: নিহত তৃণমূল নেতার এই মূর্তি ঘিরেই বিতর্ক।

ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি বাবলা সরকারের আবক্ষ মূর্তির উদ্বোধন হলো শহরের কানির মোড়ে। আর এই মূর্তিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। নিহত তৃণমূল নেতার অনুগামীদের অভিযোগ,  মূর্তির সঙ্গে বাবলা সরকারের চেহারার কোনও মিল নেই। যেভাবে আবক্ষ মূর্তিটি তৈরি হয়েছে, তাতে দেখতেও দৃষ্টিকটূ লাগছে। দায়সারা ভাবে শহরের কোনও এক মৃৎশিল্পী এটি তৈরি করেছে। নতুন করে নিহত বাবলা সরকারের মূর্তি বসানোর দাবি তুলেছেন অনেকেই ।

Advertisment

 মঙ্গলবারে (২১ অক্টোবর) নিহত বাবলা সরকারের জন্মদিন উপলক্ষে ইংরেজবাজার শহরের কানিরমোড় এলাকায় এই আবক্ষ মূর্তিটির উদ্বোধন করা হয়। সম্পূর্ণ কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখা মূর্তিটি উদ্বোধন করেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

আরও পড়ুন- Boromar Mandir:নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুজো দেওয়ার সঙ্গেই সারলেন জনসংযোগ

Advertisment

তাঁর সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান সুমলা আগারওয়াল, নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকার সহ অন্যান্য কাউন্সিলরেরা।  কিন্তু মূর্তির উদ্বোধনের পরেই যেন হতাশ হয়ে যান নিহত বাবলা সরকারের অধিকাংশ অনুগামীরা। অনেকেই এই মূর্তি রূপ ও গঠন নিয়েই কড়া সমালোচনা করেছেন। যদিও বিষয়টি জানতে পেরে নতুন করে বাবলা সরকারের আবক্ষ মূর্তি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন তার স্ত্রী চৈতালিদেবী। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানিরমোড় এলাকায় বাবলা সরকারের পার্টি অফিস রয়েছে। বর্তমানে যেটি সামলাচ্ছেন তাঁর স্ত্রী তথা  ইংরেজবাজার পুরসভার তৃণমূল দলের কাউন্সিলর চৈতালি সরকার। এদিন দুপুরে কানিরমোরে সংশ্লিষ্ট কার্যালয়ের এক পাশেই নিহত বাবলা সরকারের আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়।

আরও পড়ুন-Travel:এ যেন সবুজের স্বর্গভূমি, কাঞ্চনজঙ্ঘার ছায়াতলের গ্রামের এমন স্বপ্নিল সৌন্দর্য্যে মোহিত হবেনই!

উল্লেখ্য, চলতি বছর ২ জানুয়ারি শহরের মহানন্দাপল্লি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা বাবলা সরকার । এই ঘটনায় ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা এখনও জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দী রয়েছে। 

এদিন নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার বলেন, স্বামীর খুনিরা ধরা পড়েছে। এখন তাদের কঠোর শাস্তির আশায় রয়েছি। এলাকার মানুষদের দাবি ছিল বাবলা সরকারের মূর্তি স্থাপন করার। সেদিকেই লক্ষ্য রেখে এদিন আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। 

যদিও এদিন বাবলা সরকারের আবক্ষ মূর্তির রূপ ও গঠন নিয়ে তৃণমূলের কিছু অনুগামীরা অসন্তোষ প্রকাশ করেছেন। একাংশের অভিযোগ , বাবলা সরকারের এই আবক্ষ মূর্তির সঙ্গে চেহারার কোনও মিল নেই। শুধু তাই নয়, এই আবেক্ষমূর্তির যেভাবে তৈরি করা হয়েছে তাতে দেখতেও যেন দৃষ্টিকটু লাগছে। শহরের কোন এক মৃৎশিল্পী এই মূর্তি তৈরি করেছেন কিন্তু তৃণমূল নেতা বাবলা সরকারের সঙ্গে এই মূর্তির গঠনের কোন মিল নেই।

আরও পড়ুন- এক বাঙালি ছেলের এই গল্প যেন হার মানাবে হলিউডের ব্লকবাস্টার চিত্রনাট্যকেও!

নিহত ওই তৃণমূল নেতার অধিকাংশ অনুগামীরা দাবি করেছেন, এই অবক্ষমূর্তি তৈরির ক্ষেত্রে কোন রকম ভাবে আলোচনা করা হয় নি । কাজেই এই মূর্তির বদলে আবারও নতুন করে বাবলা সরকারের আবক্ষ মূর্তি তৈরি করা হোক। যদিও বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন চৈতালিদেবী। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরি বলেন, সকলের অত্যন্ত প্রিয় ছিলেন বাবলা সরকার কিন্তু তাকে নিশংসভাবে হত্যা করা হয় এদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই মূর্তির উন্মোচন করা হয়েছে। 

controversy Malda tmc Babla Sarkar