/indian-express-bangla/media/media_files/2025/05/26/0dwlvPwtkl6TizdGGwqO.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates: কথা রাখলেন লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত আইনজ্ঞ জস্টিস রাধা বিনোদ পালের পরিবারের অনুরোধ বিবেচনা করে কলকাতার একটি রাস্তার নাম পরিবর্তন করে তাঁর নামানুসারে রাখা হয়েছে “জস্টিস রাধা বিনোদ পাল সরণী”। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপান সফরের সময় জস্টিস রাধা বিনোদ পালের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে এই বিষয়টি ভেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে এক পোষ্টে জানানো হয়েছে, " এই উদ্যোগ প্রমাণ করে দিলেন যে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও বাংলার ও বাঙালির ঐতিহ্য রক্ষায় তাঁর অটুট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন" ।
রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতি। রাজ্যপালের প্রতিনিধি পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা। এবিষয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশকে রাজভবনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে বিশেষ অ্যাডভাইজারি। যাতে সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। গোটা বিষয়ের তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার শাখা।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হল। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উল্লেখ্য, কিছুদিন আগেই সংবাদমাধ্যমের সামনে আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগ ছিল, "CBI টাকা নিয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে বিষয়টা দেখাশোনা করেছেন।" আরজি করের নির্যাতিতার বাবার এই মারাত্মক অভিযোগের ব্যাপারে আগেই কুণাল ঘোষ তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করলেন তিনি।
রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনও বাধা রইল না। এর আগে তাঁর বাড়িতে তল্লাশিতে মিলেছিল নগদ ৪১ লক্ষ টাকা। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে এবার বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যপালের অনুমতি পত্র পেশ হল ED-র বিশেষ আদালতে। চন্দ্রনাথ সিনাকে ১৫ দিনের মধ্যে সমন জারি করে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। সুতরাং চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য আর কোনও আইনি বাধা থাকল না।
অন্যদিকে, আবারও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সমুদ্র উত্তাল থাকার জন্য বঙ্গোপসাগরে ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্র ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন- Earthquake in india: ভয়াবহ কম্পনে দুলে উঠল দেশ! তীব্র আতঙ্কে ঘরছাড়া মানুষজন
দক্ষিণবঙ্গে আজ বুধবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- Kolkata Weather Update:ভারী বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া, আজ কাঁপানো ঝড়-জল কোন জেলাগুলিতে?
- Aug 20, 2025 15:42 IST
Kolkata News Live Updates:স্কুলে 'ওয়াটার বেল'
'বাজলো ছুটির ঘণ্টা, কেমন করে মনটা....'। ছাত্র-জীবনের অমোঘ এক বাণী। তবে এই ভাবধারায় কিছু পরিবর্তন এনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে মফস্বলের একটি খ্যাতনামা বিদ্যালয়। এবং সেটা শুরু হয়েছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ রায়ের হাত ধরেই। আরামবাগ হাই স্কুল সম্প্রতি চালু করেছে জলের জন্য ঘন্টা। ( Water for bell) এই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদের জলপান করার জন্য নির্দিষ্ট ভাবে কিছুটা সময় দেওয়া হয়েছে আর সেজন্য রীতিমতো বেল বাজিয়ে ছাত্রদের জানিয়ে দেওয়া হচ্ছে এখন জলপানের বিরতি।
বিস্তারিত পড়ুন- unique initiative: রাজ্যের সরকারি স্কুলে অভূতপূর্ব উদ্যোগ! এমন তৎপরতায় অভিভূত অভিভাবকরাও
- Aug 20, 2025 15:20 IST
Kolkata News Live Updates:ধর্মতলায় ধুন্ধুমার!
সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যু-সহ মোট চার দফা দাবিতে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি ছিল ISF-এর। ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে শুরু হয় মিছিল। সেই মিছিল এগোলেই বাধা দেয় পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওশাদের অভিযোগ, পুলিশ মিছিল আটকানোর নামে তাঁর বুকে ঘুষি মেরেছে। তিনি বলেন, "আমার জামার কলার ধরেছে পুলিশ। বুকে ঘুসি মেরেছে। এটাই এখানকার পুলিশের চরিত্র। পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা এখন কোন জায়গায় গিয়েছে দেখুন। সাধারণ মানুষ এখানে প্রতিবাদ করতে পারবে না। পরিযায়ী শ্রমিকদের জন্য কুম্ভীরাশ্রু মুখ্যমন্ত্রীর। আমাদের কলার ধরে ভ্যানে তুলছে, এর জবাব দেব।"
বিস্তারিত পড়ুন- ISF-এর মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার! পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আটক নওশাদ সিদ্দিকী
- Aug 20, 2025 14:11 IST
Kolkata News Live Updates:উপরাষ্ট্রপতি পদে 'ইন্ডিয়া জোটে'র বড় বাজি কে জানেন?
ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের লড়াই আরও জমে উঠল। ইন্ডিয়া জোটের তরফে উপরাষ্ট্রপতি পদে প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি-র নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা। রাধাকৃষ্ণনের মনোনয়নপত্রে হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সই করেছেন।
বিস্তারিত পড়ুন- Vice President Election: জমে উঠল খেলা, মোদীর পছন্দের প্রার্থীর বিপরীতে উপরাষ্ট্রপতি পদে 'ইন্ডিয়া জোটে'র বড় বাজি কে জানেন?
- Aug 20, 2025 14:09 IST
Kolkata News Live Updates: অনলাইন প্রতারণা, পুলিশের জালে মূল চক্রী
ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল-এ সিঙ্গুর রেড জোন দেখে চমকে উঠেছিলেন হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার আধিকারিকরা। ক্রমাগত নজরদারিতে দেখা যায় অধিকাংশ অভিযোগ অনলাইনে লিপিবদ্ধ হয়েছে ই বাইকের যন্ত্রাংশ সংক্রান্ত ব্যাপারে।অচেনা নম্বর থেকে ফোন ও এসএমএস করে “ই-বাইকের যন্ত্রাংশ কিনবেন?”—এই প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সময় প্রতারণা করা হচ্ছিল। এবং প্রতারিতরা অনলাইনে অভিযোগ করছিলেন। তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার দফতর।
বিস্তারিত পড়ুন- E-bike scam: ই-বাইক যন্ত্রাংশের নামে অনলাইন প্রতারণা, পুলিশের জালে মূল চক্রী
- Aug 20, 2025 14:08 IST
Kolkata News Live Updates:লোকসভায় নয়া বিল
বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫ উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। দুর্নীতি বা গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং কমপক্ষে ৩০ দিনের জন্য আটক থাকা কেন্দ্রীয় বা প্রতিমন্ত্রীকে অপসারণের লক্ষ্যে কাজ করবে।বিলটি সংবিধানের ৭৫ অনুচ্ছেদ সংশোধন করবে, যা মূলত প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের নিয়োগ এবং দায়িত্ব নিয়ে কাজ করে। "একজন মন্ত্রী, যিনি এই পদে থাকাকালীন টানা ৩০ দিনের বেশি গ্রেফতার হয়ে থাকেন, আপাতত বলবৎ কোনও আইনের অধীনে অপরাধ করার অভিযোগে, যার মেয়াদ পাঁচ বছর বা তার বেশি হতে পারে, তাঁকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে এই হেফাজতে নেওয়ার ৩১তম দিনের মধ্যে তার পদ থেকে অপসারণ করবেন," বিলে বলা হয়েছে।
- Aug 20, 2025 12:19 IST
Kolkata News Live Updates:ব্যস্ত সময়ে ফের মেট্রোয় বিভ্রাট
লাইনে ত্রুটি থাকার জেরে বুধবার ব্যস্ত সময় ফের থমকে পড়ল মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা এখন পুরোপুরি বন্ধ রয়েছে। যার জেরে ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভাঙা পথে মেট্রো চলছে।
- Aug 20, 2025 12:15 IST
Kolkata News Live Updates:দুধের শিশুকে আছড়ে খুন!
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে নিজের তিন বছরের ফুটফুটে কন্যাসন্তানকে খুন করলেন মা। নিজের প্রেমিককে সঙ্গে নিয়ে একরত্তি শিশুকে আছড়ে মেরেছেন তারই জন্মদাত্রী মা। ঘটনার তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি ও তার প্রেমিক তাজউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে।
বিস্তারিত পড়ুন- Extramarital affair:প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে দুধের শিশুকে আছড়ে খুন! এখন খুনি মায়ের কী হাল জানেন?
- Aug 20, 2025 11:35 IST
একের পর এক স্কুলে বোমা হামলার হুমকি
রাজধানী দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! বুধবার সকালে ই-মেলের মাধ্যমে দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে যায়। রাজধানী দিল্লির একের পর স্কুলে ফের নতুন করে বোমাতঙ্কের জেরে তোলপাড় পড়ে গিয়েছে। বুধবার (২০ অগস্ট) ফের নতুন করে আতঙ্ক ছড়াল, একসঙ্গে ৫০টিরও বেশি স্কুলে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পুলিশকে জানালে, বোম ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি শুরু করেন।
বিস্তারিত পড়ুন- School Bomb Threat: রাজধানীতে হুলস্থূল! একের পর এক স্কুলে বোমা হামলার হুমকি, পড়ুয়া-অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক
- Aug 20, 2025 11:34 IST
Kolkata News Live Updates:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র!
টিভি, রেডিও কিংবা মোবাইলে নয়, গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালের সামনে দাঁড়ালেই আবহাওয়ার সংবাদ পড়া যায়। সেই সংবাদ পড়ার পরই কাজে বের হন কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ ও উত্তর কাশিয়াবাদ এলাকার গ্রামবাসীরা। জানা গিয়েছে, এই দুটি গ্রামে প্রায় ১৫০টি আদিবাসী পরিবারের বসবাস রয়েছে। তাঁরা নদী থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন।
বিস্তারিত পড়ুন- weather update:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র! সুন্দরবনের এপ্রান্তে ছয় বাড়ির দেওয়ালেই ঝড়-জলের আগাম খবর
- Aug 20, 2025 10:49 IST
Kolkata News Live Updates:দিল্লির মুখ্যমন্ত্রীকে সপাটে চড়
বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁর নতুন সিভিল লাইনসের বাসভবনে আয়োজিত জনসুনবাই বৈঠকের সময় হামলার শিকার হন। সকাল ৮টা থেকে শুরু হওয়া বৈঠকে অভিযোগকারী সেজে ঢুকে পড়েন এক ব্যক্তি। অভিযোগ, তিনি প্রথমে কাগজপত্র দেখানোর নাম করে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে চড় মারেন।
বিস্তারিত পড়ুন- বাড়িতে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে সপাটে চড়, অভিযুক্তের পরিচয় জানেন?
- Aug 20, 2025 10:02 IST
Kolkata News Live Updates: কাঁপানো ঝড়-জল কোন জেলাগুলিতে?
বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি চলছে। শুধু আজই নয় আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update:ভারী বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া, আজ কাঁপানো ঝড়-জল কোন জেলাগুলিতে?
- Aug 20, 2025 10:00 IST
Kolkata News Live Updates: ফের ভূমিকম্প
হিমাচল প্রদেশের মান্ডিতে বুধবার (২০ আগস্ট) ভোররাতে ভূমিকম্পের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে চারটে নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। আচমকা কম্পনে ঘুমিয়ে থাকা মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তবে সৌভাগ্যবশত, এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে এমনিতেই আতঙ্কে দিন কাটছে তাদের। তার উপর মাঝরাতে ভূমিকম্পের ধাক্কা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
বিস্তারিত পড়ুন- Earthquake in india: ভয়াবহ কম্পনে দুলে উঠল দেশ! তীব্র আতঙ্কে ঘরছাড়া মানুষজন