weather update:দেওয়ালই আবহাওয়া কেন্দ্র! সুন্দরবনের এপ্রান্তে ছয় বাড়ির দেওয়ালেই ঝড়-জলের আগাম খবর

Kakdwip wall weather center: সত্যিই এ এক অনবদ্য উদ্যোগ! এলাকার অধিকাংশ মানুষই এমন তৎপরতার জেরে দারুণ উপকৃত হন।

Kakdwip wall weather center: সত্যিই এ এক অনবদ্য উদ্যোগ! এলাকার অধিকাংশ মানুষই এমন তৎপরতার জেরে দারুণ উপকৃত হন।

author-image
Mina Mondal
New Update
Kakdwip weather update ,Kakdwip wall weather center, West Bengal rural weather news, Weather forecast on walls ,Kakdwip fishermen weather alert ,Village weather information, Rural Bengal climate awareness ,Kakdwip agriculture advice ,Wall writing weather forecast ,West Bengal weather innovation,কাকদ্বীপ আবহাওয়া আপডেট ,কাকদ্বীপ দেওয়াল আবহাওয়া কেন্দ্র ,পশ্চিমবঙ্গ গ্রামীণ আবহাওয়া সংবাদ, দেওয়ালে লেখা আবহাওয়ার খবর ,কাকদ্বীপ মৎস্যজীবী আবহাওয়া সতর্কতা ,গ্রামের আবহাওয়া তথ্য, গ্রামীণ বাংলার জলবায়ু সচেতনতা, কাকদ্বীপ কৃষি পরামর্শ ,দেওয়ালে লেখা আবহাওয়া পূর্বাভাস ,পশ্চিমবঙ্গ আবহাওয়ার নতুন উদ্যোগ

weather update: বাড়ির দেওয়ালে আবহাওয়ার খবর লেখার কাজ চলছে।

Wall writing weather forecast:টিভি, রেডিও কিংবা মোবাইলে নয়, গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালের সামনে দাঁড়ালেই আবহাওয়ার সংবাদ পড়া যায়। সেই সংবাদ পড়ার পরই কাজে বের হন কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাদ ও উত্তর কাশিয়াবাদ এলাকার গ্রামবাসীরা। জানা গিয়েছে, এই দুটি গ্রামে প্রায় ১৫০টি আদিবাসী পরিবারের বসবাস রয়েছে। তাঁরা নদী থেকে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন।

Advertisment

বেশ কয়েকটি পরিবার আবার চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছে। এই পরিবার গুলিতে টিভি ও রেডিও নেই। সব পরিবারে আবার বড় মোবাইলও নেই। তাই সব সময় তাঁরা আবহাওয়ার খবর জানতে পারেন না। অনেক সময় তাঁরা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ঝড় ও বৃষ্টির কবলে পড়েন। এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে তাঁদের চাষবাসের ক্ষতি হয়। 

সেই কারণে গ্রামের জনা পাঁচেক যুবক-যুবতী দীর্ঘ প্রায় তিন বছর ধরে এই দুটি গ্রামের ছয়টি বাড়ির দেওয়ালে আবহাওয়ার বিভিন্ন তথ্য লিখে দিয়ে যান। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই ছয়টি দেওয়ালে চক দিয়ে লেখা হয়। এমনকি আবহাওয়া অনুযায়ী কৃষির পরামর্শও লেখা থাকে।

Advertisment

আরও পড়ুন- Rekha gupta attacked:বাড়িতে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে সপাটে চড়, অভিযুক্তের পরিচয় জানেন?

 এবিষয়ে কাশিয়াবাদের মুন্ডাপাড়ার বাসিন্দা যমুনা মুন্ডা বলেন, "ওই ছয়টি বাড়ির দেওয়াল গ্রামবাসীদের কাছে আবহাওয়া কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন সকালে ওখানে গিয়ে আবহাওয়ার খবর পড়ে তবেই সবাই কাজে বের হন। পাঁচ দিনের তারিখ উল্লেখ করে বৃষ্টিপাত, বাতাসের গতি ও অভিমুখ, তাপমাত্রা, আদ্রতা লেখা থাকে। এমনকি তারিখ অনুযায়ী কৃষি কাজের পরামর্শ লেখা হয়।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩০ দিনের বেশি জেল খাটলেই অপসারণ, পদ যাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের

 গ্রামের আবহাওয়ার দিদিমণি পিয়ালী মুন্ডা বলেন, "গোবোদিয়া নদীর পাশে এই গ্রাম দুটি গড়ে উঠেছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। মূলত গ্রামবাসীদের কাছে আবহাওয়ার কোনও তথ্য না থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু এখন এই বিষয়ে এখানকার বাসিন্দারা খুবই সচেতন। তাঁরা বাড়ির দেওয়ালে লেখা তথ্য থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সব খবর জানতে পারেন। বৃষ্টির সময় ওই লেখা মুছে গেলে, পরে গিয়ে আবারও লিখে দেওয়া হয়। আবহাওয়ার সব তথ্য ও কৃষি পরামর্শ লেখার জন্য একটি সংস্থার সাহায্য নেওয়া হয়।"

আরও পড়ুন- Embroidery: সূচিকর্মে হিন্দু দেবদেবীর রূপ ফুটিয়ে সম্প্রীতির বার্তা, রোজগারের দিশাও দেখাচ্ছেন হযরত

weather Bengal Weather Kolkata Weather