Bongaon Cyber Crime Police Station returns money looted from elderly victim of digital arrest: 'আপনার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে, মামলা থেকে মুক্তি পেতে দিতে হবে মোটা টাকা', এমনই ফোন পেয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন ৮০ ছুঁই ছুঁই বৃদ্ধ। এভাবেই 'ডিজিটাল অ্যারেস্ট'-এর শিকার হন উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৈরামপুরের নির্মল সরকার। প্রতারকদের কথা মতো সাড়ে চার লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে তাদেরকে দেন নির্মলবাবু। শেষমেশ প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ। অভিযোগ পেয়েই শুরু হয় তদন্ত। অবশেষে প্রতারিতের টাকা ফেরাল বনগাঁ সাইবার ক্রাইম থানা।
প্রতারিত নির্মল সরকার জানিয়েছেন, জানুয়ারি মাসের শেষের দিকে তাঁর কাছে একটি ভিডিও কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে জানায় তাঁর নামে দিল্লি হাইকোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে 'ডিজিটাল অ্যারেস্ট' (Digital Arrest) করা হল। ফোন পেয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন নির্মলবাবু। মামলা থেকে নিষ্পত্তি চান তিনি। তখন তাঁকে জানানো হয় এই মামলা থেকে নিষ্পত্তি পেতে হলে তাঁকে দিতে হবে সাড়ে চার লক্ষ টাকা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে তাদের কথামতো টাকা দিতে রাজি হয়ে যান তিনি।
পরবর্তী সময়ে ওই বৃদ্ধকে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। সেই নাম্বারে সাড়ে চার লক্ষ টাকা পাঠান নির্মল সরকার নামে ওই ব্যক্তি। টাকা দেওয়ার কিছু দিন পর তাঁর হুঁশ ফেরে! তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। পরবর্তী সময়ে বনগাঁ সাইবার ক্রাইম থানায় বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করেন বৃদ্ধ। এমন গুরুতর অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে 'অ্যাকশন'। অবশেষে বৃদ্ধের 'লুঠ' হয়ে যাওয়া টাকা ফেরাতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- Humayun Kabir: শুভেন্দুকে 'ঠুসে দেব' বলেছিলেন, দলের শোকজের উত্তর দিলেও এখন অবস্থান কী হুমায়ুনের?
গত কয়েক মাসে শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিতেও 'ডিজিটাল অ্যারেস্ট'-এর নামে এমন প্রতারণার একাধিক অভিযোগ সামনে এসেছে। কয়েকটি ক্ষেত্রে প্রতারিতদের টাকা ফেরানো গেলেও অধিকাংশ ক্ষেত্রেই ডিজিটাল লুঠের এই টাকা ফেরানো দুঃসাধ্য হয়ে পড়ে।
আরও পড়ুন- Salt Lake News: কলকাতায় বিশ্ববরেণ্য খেলোয়াড়ের বাড়িতে নৃশংস হত্যাকাণ্ড, তুমুল চাঞ্চল্য
পুলিশের তরফে এভাবে কাউকেই ফোন করে অ্যারেস্টের কথা জানানো হয় না, বারবার খোদ প্রশাসনের তরফে এব্যাপারে প্রচারাভিযান চলে। তাও আচমকা এমন প্রতারকদের খপ্পরে পড়ে অনেকেই বিভ্রান্ত হন। অনেক্ষ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই সাইবার অপরাধীদের প্রধান 'টার্গেট' হন বয়স্করাই।
আরও পড়ুন- West Bengal News Live:দোলের রাতে রক্তারক্তি কাণ্ড কলকাতার নাকের ডগায়! ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে