Advertisment

Bangladesh-Mamata Banerjee: 'মনে মনে কট্টর হিন্দুত্ববাদ পুষে রাখেন মমতা', আগুনে আক্রমণ BNP শীর্ষ নেতার

Bangladesh Unrest: বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে কট্টরবাদীরা। বাংলাদেশ ইস্যুতে পাল্টা তোপ দাগায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিএনপি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal News,Mamata Banerjee,Ruhul Kabir Rizvi,Bangladesh Unrest,BNP,মমতা বন্দ্যোপাধ্যায়, রুহুল কবীর রিজভি,বাংলাদেশ

মমতা বন্দ্যোপাধ্যায় ও রুহুল কবীর রিজভি ।

Bangladesh BNP leader Ruhul Kabir Rizvi attacked Mamata Banerjee: এবার BNP-র নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিএনপি'র যুগ্ম সচিব রুহুল কবীর রিজভি তুমুল আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই দাবির প্রবল সমালোচনায় সড়ক বিএনপির শীর্ষ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কট্টরপন্থী' বলেও আক্রমণ শানিয়েছেন ওই বিএনপি নেতা। 

Advertisment

মমতাকে আক্রমণ বিএনপি নেতার:

"ভারতের জনগণের সাথে আমাদের শত্রুতা নেই। তাঁরা শান্তিপ্রিয় মানুষ। তাঁদের সঙ্গে আমাদের মত-পার্থক্য নেই। কিন্তু তাঁদের কিছু নেতা......মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধর্ননিরপেক্ষ ভাবতাম। তাঁর কাছে সমস্ত ধর্মের মানুষ আশ্রয় পান। তিনিও বললেন, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। আসলে আপনাদের প্রত্যেকের মনের মধ্যে যে কট্টর হিন্দুত্ববাদ পুষে রাখেন একথায় সেটাই প্রমাণিত।"

এর আগে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

"বাংলাদেশ নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রী সংসদকে জানাক। বিদেশমন্ত্রী দরকারে সংসদে বিবৃতি দিয়ে জানান বাংলাদেশ নিয়ে তাঁরা কী অবস্থান গ্রহণ করছেন। বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হোক। ভারত সরকার রাষ্ট্রসংঘের কাছে আর্জি জানাক। আমাদের লোক অত্যাচারিত হোক এটা চাই না। আমাদের লোকজনকে ফিরিয়ে আনতে চাই। এক বেলা খাব আর এক বেলা রুটি ভাগ করে খাব।"

আরও পড়ুন- Bangladesh: চিকিৎসার জন্য আর ভারত নির্ভরতা নয়, এবার এই দেশে ভিড় বাড়ছে বাংলাদেশিদের

আরও পড়ুন- West Bengal News Live: 'কলকাতা দখল করবে বলছে, চুপ থাকব ভাববেন না', বাংলাদেশ ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- North Bengal: এবার আরও কম খরচে পাহাড় বেড়ান, তৈরি ট্যাক্সি-বাস, NJP-তে নামলেই ফাটাফাটি বন্দোবস্ত!

CM Mamata banerjee Bangladesh Crisis Bangladesh
Advertisment