Bangladesh: চিকিৎসার জন্য আর ভারত নির্ভরতা নয়, এবার এই দেশে ভিড় বাড়ছে বাংলাদেশিদের

Bangladesh: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে ভিসা দেওয়ার নিয়মে কড়াকড়ি করেছে ভারত। যার জেরে বিশেষ করে চিকিৎসার জন্য এদেশের উপর নির্ভরশীল বাংলাদেশিরা দারুণ সমস্যায় পড়েছেন।

Bangladesh: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে ভিসা দেওয়ার নিয়মে কড়াকড়ি করেছে ভারত। যার জেরে বিশেষ করে চিকিৎসার জন্য এদেশের উপর নির্ভরশীল বাংলাদেশিরা দারুণ সমস্যায় পড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Crisis,Bangladesh,India,Thailand,West Bengal News,বাংলাদেশ,থাইল্যান্ড,পশ্চিমবঙ্গের খবর

বছরভর চিকিৎসা-সহ অন্যান্য কাজে লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে আসেন।

Bangladesh Crisis: শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি বাংলাদেশে (Sheikh Hasina)। সে দেশের দিকে দিকে আক্রান্ত সংখ্যালঘুরা। মৌলবাদীদের চোখ রাঙানি, হামলায় প্রাণভয়ে সিঁটিয়ে রয়েছেন হিন্দুরা। ফি দিন সে দেশে চড়া হচ্ছে ভারত-বিরোধিতার সুর। এই আবহে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কে বড়সড় ধাক্কা এসেছে। বাংলাদেশিদের ভিসা (Visa) দেওয়ার নিয়মেও কড়াকড়ি করেছে ভারত। প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি চিকিৎসা, ভ্রমণ-সহ অন্যান্য কাজে ভারতে আসেন। তাঁরা পড়েছেন দারুণ সমস্যায়। বিশেষ করে চিকিৎসার কারণে ভারতে আসা বাংলাদেশিদের সংকট বেড়েছে। তবে এবার উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প দেশের খোঁজ পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। অন্তত এমনই খবর সে দেশের প্রথম সারির সংবাদমাধ্যম সমকালের বিশেষ প্রতিবেদনে।

Advertisment

সারা বছর লক্ষ-লক্ষ বাংলাদেশি কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে চিকিৎসা করাতে আসেন। এছাড়াও নানা কাজে বাংলাদেশিদের ভারতের উপর নির্ভর করতে হয়। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে ভারত। সেই কারণেই এবার ভারতের বিকল্প হিসেবে নাকি থাইল্যান্ডকে (Thailand) বেছে নিয়েছেন বাংলাদেশিরা। থাইল্যান্ডে ভিড় বাড়ছে বাংলাদেশিদের। বাংলাদেশের সংবাদমাধ্যম সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ এখন এই দেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। এছাড়াও ভ্রমণ থেকে শুরু করে অন্য কাজেও তাঁরা ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ডকেই বেছে নিচ্ছেন।

এদিকে, অনেকে বলছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরিতে লাভের গুড় খেয়ে যাচ্ছে অন্য দেশ। গত কয়েক সপ্তাহে বাংলাদেশি নাগরিকদের ভারতে বেশ কিছু ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে ঘোষ পরিবার চিকিৎসার জন্য এসেছিলেন ভারতে। পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ঢুকে মালদার একটি হোটেলে ওঠার কথা ছিল তাঁদের। তবে সেই হোটেল তাঁদের জায়গা দেয়নি। বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননার জেরেই তাঁদের এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল হোটেল কর্তৃপক্ষ। একপ্রকার বাধ্য হয়েই স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটাতে হয়েছিল ঘোষ পরিবারকে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: 'কলকাতা দখল করবে বলছে, চুপ থাকব ভাববেন না', বাংলাদেশ ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- North Bengal: এবার আরও কম খরচে পাহাড় বেড়ান, তৈরি ট্যাক্সি-বাস, NJP-তে নামলেই ফাটাফাটি বন্দোবস্ত!

আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল

কলকাতা শহরেও বিভিন্ন সময় বহু বাংলাদেশির ভিড় থাকে। তাঁদের একটি বড় অংশ আসেন চিকিৎসার জন্য। অনেকে আসেন ব্যবসার কাজে, কিংবা বেড়াতে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পর ভিসা পাওয়ার নিয়মে ভারত কড়াকড়ি করায় শহরে বাংলাদেশিদের ভিড় কমেছে। এই পরিস্থিতিতে লাভের গুড় খাচ্ছে থাইল্যান্ড।

আরও পড়ুন- Nandigram News: নন্দীগ্রামে খুন তৃণমূল নেতার ভাই, আহত আরও ১, বনধের ডাক তৃণমূলের

Bangladesh India Bangla News Bengali News Today Thailand West Bengal News news in west bengal news of west bengal Bangladesh Crisis