North Bengal State Transport Corporation will start taxi bus service from njp: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। বেড়ানোর তালিকায় ভ্রমণরসিক পর্যটকদের (Tourists) একটা বড় অংশের পছন্দ উত্তরবঙ্গ (North Bengal)। উত্তরবঙ্গের গেটওয়ে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। NJP স্টেশনে নেমে উত্তরবঙ্গের বিভিন্ন দিকে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। এনজেপি স্টেশনের বাইরে পা দিলেই পাহাড়ের বিভিন্ন দিকে যেতে পর্যটকদের কার্যত ঘিরে ধরেন গাড়িচালকরা। তবে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, গাড়ি ভাড়া নিয়ে কম-বেশি ক্ষোভ থাকে পর্যটকদের। এবার সেই মুশকিল আসানে এগিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
NJP স্টেশনের বাইরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবার পাহাড় ঘোরাতে বাস সার্ভিস চালু করছে। NJP থেকে পাহাড়নগরী দার্জিলিং (Darjeeling), মিরিক (Mirik), কার্শিয়ঙে (Kurseong) পৌঁছে দেবে এই সরকারি বাস। বুকিং শুরু হতেই পর্যটকদের দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সরকারের বেঁধে দেওয়া রেট নিয়ে অবশ্য দরদামের সুযোগ নেই। তবে এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা, কোচবিহার থেকে শিলিগুড়ি AC বাস পরিষেবাও ফের চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে এই পরিষেবা শুরু হয়ে যাচ্ছে।
পাহাড় বেড়ান ট্যাক্সি-বাসে
আগামী ১৫ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ঝাঁ চকচকে বাস পর্যটকদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং, মিরিক, কার্শিয়ঙে পৌঁছে দেবে। কোনও একটি পরিবার চাইলে ৩০ সিটের বাসের সব আসনই বুক করে নিতে পারে। এছাড়া কয়েকটি পরিবার মিলেও সেই বাস বুক করা যেতে পারে। এনজেপি স্টেশনের বাইরে ছাড়াও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সি-বাস পরিষেবা মিলবে। এই বাস বুকিংয়ের খরচ ৮ হাজার টাকা।
আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল
পর্যটনের ভরা মরশুমে উত্তরবঙ্গে পর্যটকদের ঠাসা ভিড়। এবার সেই ভিড় আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। ১৫ ডিসেম্বর থেকে শিলিগুড়ি থেকে কলকাতা এবং কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এসি বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস পরিষেবাও চালু হচ্ছে।
আরও পড়ুন- Bangladesh Crisis: পায়ের নীচে ভারতের জাতীয় পতাকা, বাংলাদেশিদের হোটেলে ঠাঁই দিল না বাংলার এই জেলা