Advertisment

Bangladesh Crisis: এদিনও যে দেখতে হবে ভাবেননি ইউনূস, নোবেলজয়ীর বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থানের ডাক

Bangladesh Unrest: মহম্মদ ইউনূস ও তাঁর সরকারের উপদেষ্টাদের ক্ষমতালোভী বলে কটাক্ষ সে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি-র।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh News,Bangladesh Unrest,Bangladesh Crisis,Muhammud Yunus,BNP,west bengal news,বাংলাদেশ,মহম্মদ ইউনূস,বিএনপি,মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গণ অভ্ভুত্থানের ডাক

Bangladesh Crisis: বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছেই।

Bangladesh News: 'মধুচন্দ্রিমা' পর্ব শেষ মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনূসের বিরুদ্ধেই এবার গণঅভ্যুত্থানের ডাক দিল সে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল BNP। বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে সুর চড়িয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ইউনূস ও তাঁর সরকারের উপদেষ্টাদের ক্ষমতালোভী বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি।

Advertisment

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসে বাংলাদেশের। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়েই জানিয়ে দেন দ্রুত বেশ কিছু ক্ষেত্রে সংস্কার করে দেশে নির্বাচন করানোই তাঁর প্রধান লক্ষ্য। তবে তাঁর দায়িত্ব নেওয়ার পর মাস চারেক কেটে গেলেও দ্রুত নির্বাচন করানো নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা করে উঠতে পারেননি ইউনূস। 

বরং মহম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষের দিকে কিংবা ২০২৬-এর মাঝামাঝি কোনও সময়ে বাংলাদেশে নির্বাচন করানো যেতে পারে। তার আগে সে দেশে নির্বাচন করানোর মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই তিনি মনে করেন। ইউনূসের এই বক্তব্যে বেজায় চটেছে বিএনপি। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি গত কয়েক সপ্তাহ ধরেই সে দেশে নির্বাচন করানো নিয়ে সুর চড়াচ্ছে। 

আরও পড়ুন- West Bengal News Live: 'বয়কট বাংলাদেশ', রীতিমতো পোস্টার সাঁটিয়ে বিরাট সিদ্ধান্ত ব্যবসায়ীদের একাংশের

Advertisment

আরও পড়ুন- Sheikh Hasina Extradition: হাসিনার প্রত্যর্পণ নিয়ে 'ধীরে চলো' নীতি ইউনূস প্রশাসনের, নয়াদিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

আরও পড়ুন- Christmas 2024: বড়দিনে শহরে উৎসবের মেজাজ, যাত্রী স্বার্থে যুগান্তকারী বন্দোবস্ত কলকাতা মেট্রোর

এবার মহম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে পথে নামার ডাক ওপার বাংলার বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি-র। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূস সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহের ডাক দিয়েছেন। গত কয়েক সপ্তাহে বিএনপি'র একাধিক নেতা মহম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চলেছেন। ইউনূস এবং তাঁর উপদেষ্টাদের ক্ষমতালোভী বলেও কটাক্ষ করতে শুরু করেছেন বিএনপি-র নেতারা।

Bangladesh Crisis Bangladesh Muhammad Yunus West Bengal News
Advertisment