Latest West Bengal News Live Updates: নৈরাজ্যের বাংলাদেশে (Bangladesh) অস্থির পরিস্থিতি। জঙ্গি কার্যকলাপে যুক্ত একের পর এক নেতা জেলমুক্ত হচ্ছে। গত কয়েকদিনে ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি কার্যকলাপে যুক্ত বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এরপরই বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে BSF। এরাজের নদিয়া, মালদা, মুর্শিদাবাদ সীমান্তে বহু গুণে নজরদারি বাড়ানো হয়েছে। বিপুল সংখ্যক জওয়ান মোতায়েন এই জেলাগুলির সীমান্তে। প্রায় ২৪ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী নতুন করে মোতায়েন করা হয়েছে।
এদিকে, পাকিস্তানের সঙ্গে ফোনে যোগাযোগ রাখত জঙ্গি জাভেদ মুন্সি। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গিকে দফায় দফায় জেরা করে এমনই জেনেছে পুলিশ। এরাজ্যে ঢোকার আগে জম্মু-কাশ্মীর থেকে বাসে সে দিল্লিতে এসেছিল। দিল্লিতে দিন দশেক এক লস্কর-ই তইবা জঙ্গি সংগঠনের সদস্যের সহায়তায় ঘাটি গেড়েছিল সে। বিমানে দিল্লি থেকে কলকাতায় নামে জাভেদ। সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে বিশেষ একটি অ্যাপ ব্যবহার করত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি।
অন্যদিকে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার বাবা-মা। নতুন করে তদন্তের আবেদন জানিয়ে তাঁরা মামলা করেছিলেন। তবে তাঁদের আবেদন আপাতত গ্রহণ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যেহেতু মামলাটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন, তাই এখনই এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ হস্তক্ষেপ করবে না।
-
Dec 25, 2024 15:32 ISTWest Bengal News Live: জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে কী বললেন শুভেন্দু?
"তাদের কাজ তারা করবে, আমার কাজ আমি করব।" তাঁর ওপর জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সাম্প্রতিক সময়ে সে দেশের মৌলবাদীদের সম্পর্কে নানা মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। সেই কারণেই শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে বলে জেনেছে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বাহিনী।
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: জঙ্গি হামলার আশঙ্কা শুভেন্দুর উপর, সুরক্ষার ভার কাদের উপর ছাড়লেন বিরোধী দলনেতা?
-
Dec 25, 2024 14:51 ISTWest Bengal News Live: মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি
মন্দারমণির হোটেলে তৃণমূল নেতা আবুল নাসারের মৃত্যু ঘিরে এখনও চর্চা অব্যাহত। ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার ঈঙ্গিত মিলেছে। তবে সেই রিপোর্টে খুশি নন মৃত তৃণমূল নেতার স্ত্রী তথা উত্তর ২৪ পরগনার আমডাঙার পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়া পারভিন। সুরাইয়া তার স্বামীর মৃত্যুতে চক্রান্তের আশঙ্কা করছেন। তার দাবি খুন করা হয়েছে তার স্বামীকে। উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়া। এক্ষেত্রে তাঁর নিশানায় মন্দারমনি থানার ওসি।
-
Dec 25, 2024 14:42 ISTWest Bengal News Live:পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তারি
পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তারি। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভোরে দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া থেকে পাকড়াও মোক্তার আলম। ২০২১ সালে চুঁচুড়া থানার একটি মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ছাড়া পেয়ে যায় সে। ধৃত মোক্তারের ডেরায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি এটিএম কার্ড ও প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Passport Case Arrest: পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তারি, দত্তপুকুরে পুলিশের জালে মোক্তার
-
Dec 25, 2024 12:56 ISTWest Bengal News Live: ছাড়া হল বাংলাদেশিদের
ডায়মন্ড হারবার জেল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশি ১২ জন মৎস্যজীবী। কাকদ্বীপের বিডিও ও কাকদ্বীপ থানার আইসির উপস্থিতিতে ডায়মন্ড হারবার উপ সংশোধনাগার থেকে ১২ জন মৎস্যজীবীকে হস্তান্তর করা হয়। প্রায় তিন মাস আগে বাংলাদেশি ১২ জন মৎস্যজীবী ভারতীয় জল সীমানায় ঢুকে পড়ে। এবার নিয়ম মেনে বাংলাদেশি ওই মৎস্যজীবীদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে।
-
Dec 25, 2024 12:43 ISTWest bengal News Live: ইউনূসের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক
'মধুচন্দ্রিমা' পর্ব শেষ মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনূসের বিরুদ্ধেই এবার গণঅভ্যুত্থানের ডাক দিল সে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল BNP। বাংলাদেশে দ্রুত নির্বাচন চেয়ে সুর চড়িয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ইউনূস ও তাঁর সরকারের উপদেষ্টাদের ক্ষমতালোভী বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন- Bangladesh Crisis: এদিনও যে দেখতে হবে ভাবেননি ইউনূস, নোবেলজয়ীর বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থানের ডাক
-
Dec 25, 2024 12:12 ISTWest Bengal News Live: বাংলাদেশের সঙ্গে ব্যবসায় 'না'
বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও একাধিক ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দিতে অস্বীকার করেছেন ব্যবসায়ীদের কয়েকজন। বেশ কিছু হোটেল বাংলাদেশিদের রুম দিচ্ছে না। তেমনই বেশ কয়েকটি চিকিৎসা প্রতিষ্ঠানও বাংলাদেশি রোগীদের পরিষেবা না দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার রাজধানী দিল্লিতেও কাশ্মীর গেটের ব্যবসায়ীদের একাংশ বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা, এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল দিল্লি
-
Dec 25, 2024 11:42 ISTWest Bengal News Live: মুখ্যমন্ত্রীর গান নিয়ে বিশেষ কনসার্ট
শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান নিয়ে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে আগামী ১২ জানুয়ারি। কলকাতার রাজডাঙা খেলার মাঠে এই বিশেষ কনসার্ট হবে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনে। বিশেষ কনসার্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৩২ টি গান শোনানো হবে। গানগুলি গাইবেন প্রথিতযশা সব শিল্পীরা। ইন্দ্রনীল সেন থেকে শুরু করে রাঘব চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দোপাধ্যায়ের মতো তারকা শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই সব গান শোনাবেন শ্রোতাদের।
-
Dec 25, 2024 11:32 ISTWest Bengal News Live:কাঞ্চনের সন্তানের জন্মের খরচের বিল ৬ লক্ষ
সম্প্রতি তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) সন্তানের জন্মের খরচের বিল নিয়ে জোরদার চর্চা শুরু হয়। কাঞ্চনের সন্তান জন্মের জন্য হাসপাতালে খরচ হয়েছে ৬ লক্ষ টাকা। এই ৬ লক্ষ টাকার বিল নাকি রাজ্য বিধানসভায় জমা দিয়েছেন কাঞ্চন মল্লিক। তবে সংবাদমাধ্যমকে তৃণমূলের অভিনেতা বিধায়ক জানিয়েছেন, তিনি এমন কোনও বিল জমা দেননি। তবে তাতেও বিতর্ক কিন্তু থামছে না।
বিস্তারিত পড়ুন- Kanchan Mallick: কাঞ্চনের সন্তানের জন্মের খরচের বিল ৬ লক্ষ, টাকা মেটাবে বিধানসভা?
-
Dec 25, 2024 10:54 ISTWest Bengal News Live:মেট্রোয় কড়াকড়ি
বড়দিনে উৎসবমুখর শহর কলকাতা। বড়দিনে সেজে উঠেছে বো ব্যারাক থেকে শুরু করে পার্ক স্ট্রিট। বড়দিনে মেট্রোয় যাত্রীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। সেই কারণেই বিশেষ এই দিনে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মেট্রোরেল। এই স্টেশনগুলির সব ঢোকা ও বেরনোর গেটে সুপ্রশিক্ষিত RPF কর্মী মোতায়েন করা হয়েছে। মোটের উপর যাত্রীদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে মেট্রো আরপিএফ এই স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী মোতায়েনের ব্যবস্থা করেছে।
বিস্তারিত পড়ুন- Christmas 2024: বড়দিনে শহরে উৎসবের মেজাজ, যাত্রী স্বার্থে যুগান্তকারী বন্দোবস্ত কলকাতা মেট্রোর
-
Dec 25, 2024 09:44 ISTWest Bengal News Live: দ্রোহের বড়দিন পালন কলকাতায়
বড়দিনে গোটা কলকাতা সেজে উঠেছে আলোর মালায়। আলোয় ঝলমল করছে পার্ক স্ট্রিট, বো-ব্যারাক থেকে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং অন্য চার্চগুলি। কিন্তু এই উৎসবের আলোর মধ্যেও ভিন্ন ছবি তিলোত্তমারই ধর্মতলায়। সেখানেও আলো জ্বলছে, তবে সেটা মশাল। দ্রোহের মশাল। কয়েক মাস কেটে গিয়েছে আরজি কর কাণ্ডের পর। কিন্তু বিচার পায়নি নির্যাতিতা। সেটারই প্রতিবাদে ক্রিসমাসের প্রাক্কালে জমায়েত হয়েছিলেন অভয়া মঞ্চের সদস্য এবং চিকিৎসকরা। মানববন্ধন করে তাঁরা পালন করেন দ্রোহের বড়দিন। মোমবাতি হাতে স্লোগানে স্লোগানে ভরিয়ে দেন ধর্মতলা। এও এক অন্য বড়দিন। অনতিদূরেই যেখানে পার্ক স্ট্রিটে উৎসবের রোশনাই, সেখানে ধর্মতলায় দ্রোহের বড়দিন পালন হচ্ছে।
-
Dec 25, 2024 09:31 ISTWest Bengal News Live: বড়দিনে উৎসবের মেজাজ
আজ বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের মেজাজ দিকে দিকে। সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট। এক কথায় বড়দিনের উন্মাদনায় মাতোয়ারা তিলোত্তমা মহানগরী শহর কলকাতা। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে সকাল থেকেই ভিড়।
-
Dec 25, 2024 09:27 ISTWest Bengal News Live:ঠান্ডার মারকাটারি কামব্যাক কবে?
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় কব্জায় উত্তুরে হাওয়া। বড়দিনে (Christmas) উধাও ঠান্ডা। বরং আজ বৃষ্টির (Rain) সম্ভাবনা একাধিক জেলায়। বড়দিনে দিনভর কোথাও থাকবে মেঘলা আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার পরিস্থিতি যা তাতে করে এবছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। আগামী দিন পাঁচেক কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় কব্জায় উত্তুরে হাওয়া! আজ ফের বৃষ্টি, ঠান্ডার মারকাটারি কামব্যাক কবে?
-
Dec 25, 2024 08:57 ISTWest Bengal News Live: শুভেন্দুর উপর জঙ্গি হামলার আশঙ্কা
এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্য ও কলকাতা পুলিশকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। সাম্প্রতিক সময়ে ওপার বাংলার (Bangladesh) পরিস্থিতি নিয়ে বিভিন্ন জনসভায় বাংলাদেশ-বিরোধী মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তার উপর হামলার আশঙ্কা বেড়েছে বলে উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর।
বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা, রাজ্যের পুলিশকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী