kolkata metro railway tightens security arrangements for christmas: বড়দিনে উৎসবমুখর শহর কলকাতা। বড়দিনে সেজে উঠেছে বো ব্যারাক থেকে শুরু করে পার্ক স্ট্রিট। বড়দিনে মেট্রোয় যাত্রীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। সেই কারণেই বিশেষ এই দিনে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মেট্রোরেল। এই স্টেশনগুলির সব ঢোকা ও বেরনোর গেটে সুপ্রশিক্ষিত RPF কর্মী মোতায়েন করা হয়েছে। মোটের উপর যাত্রীদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে মেট্রো আরপিএফ এই স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী মোতায়েনের ব্যবস্থা করেছে।
মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্ক স্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা RPF অফিসার এবং কর্মী মোতায়েন করা হয়েছে। একটি বিশেষ দল আজ পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিশেষ বাহিনী হিসাবে উপস্থিত থাকবে। এই দলটি যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যাপকভাবে করা হচ্ছে। পার্ক স্ট্রিট যেহেতু উৎসবের মূল কেন্দ্র, তাই ভিড় নিয়ন্ত্রণে এই স্টেশনে অভূতপূর্ব বন্দোবস্ত করা হয়েছে মেট্রোরেলের তরফে।
আরও পড়ুন- Kolkata Metro: বড়দিনে বাম্পার সার্ভিস কলকাতা মেট্রোর, গভীর রাতেও পরিষেবা, জানুন বিশদে
আরও পড়ুন- Kolkata Metro: পাতাল পথে কবে জুড়বে এসপ্ল্যানেড-শিয়ালদহ? কাজ দেখে সন্তুষ্ট মেট্রোকর্তারা
আরও পড়ুন- Weekend Getaways: বেড়ানোর ৩২ আনা মজা এখানেই! গেঁওখালির নদী পাড়ে এযেন স্বর্গসুখ!
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, ভিড় সামলানোর জন্য আজ বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে একজন আধিকারিক এবং চারজন কর্মীকে নিয়ে আরও একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। যাত্রীদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত সংখ্যক RPF কর্মী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: নৈরাজ্যের বাংলাদেশে জেলমুক্ত জঙ্গিরা, দক্ষিণবঙ্গের ৩ জেলার সীমান্তে বিপুল জওয়ান মোতায়েন