Bangladesh MP Murder: এদেশে চিকিৎসা করাতে এসে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম নিউটাউনে খুন হয়েছেন। যা নিয়ে তোলপাড় এপার-ওপার দুই বাংলায়। এখনও বাংলাদেশের সাংসদ খুনের জট খোলেনি। রহস্য ক্রমশ বাড়ছে।
গত ১২ মে আনোয়ার উল আজিম কলকাতায় আসেন চিকিৎসার জন্য। জানা যায়, নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন তিনি। তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। বাড়ির লোক বারবার ফোন করলেও সাংসদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পুলিশের অনুমান, বাংলাদেশের এই সাংসদকে ১৩ মে ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃত্যু সুনিশ্চিত করার জন্য মাথায় আঘাত করা হয়।
সূত্রের খবর, খুন করে দেহাংশ কেটে ফেলা হয়। পুলিশের অনুমান, গত তিন দিন ধরে সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। ১৪, ১৫ এবং ১৮ মে ধাপে ধাপে এই কাজ করা হয়েছে। মৃতদেহের অংশ বিশেষ পাচারের জন্য অন্য দু'জন দায়িত্বে ছিল বলে সূত্রের খবর। তবে তাদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি।
দেহের অংশবিশেষ কোথায় কোথায় ফেলা হতে পারে তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই দু'জন ধরা পড়লেই জানা যাবে গোটা বিষয়টি। কীভাবে খুনের ষড়যন্ত্র হয়, নৃশংস এই কাণ্ডের সঙ্গে সরাসরি কাদের যোগ, ওই দু'জন ধরা পড়লে রহস্যের জট খুলে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এদিকে, এই ঘটনায় বাংলাদেশে ৩ জন গ্রেফতার হয়েছে। তাদের দফায়-দফায় জেরা করছে সে দেশের পুলিশ।
জানা গিয়েছে, নিউটাউনের ওই ফ্ল্যাটে বেশ কিছু প্লাস্টিকের ব্যাগ মিলেছে। ওই ধরনের ছোট ছোট ব্যাগে করে দেহাংশ ফেলা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, সম্ভবত দেহ ফ্রিজে রাখা হয়েছিল।
এদিকে, বাংলাদেশের সাংসদের কলকাতা ট্যুর নিয়ে দানা বেঁধেছে আরও এক রহস্য। আদৌ কি কলকাতায় তিনি চিকিৎসা করাতেই এসেছিলেন? সেটা হলে কোন চিকিৎসক বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেলিন তিনি? সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তিনি কোনও বেআইনি কারবারে যুক্ত ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তাঁর সঙ্গে আরও কেউ সেদিন কলকাতায় এসেছিলেন কিনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।