Fire in Bangladesh Secretariat: এবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে আগুন। বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুন লাগে। একে একে আগুন নেভাতে দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সেদেশের আরও এক সংবাদসংস্থা 'প্রথম আলো' সূত্রে খবর গতকাল রাতে আগুন লাগার খবর আসে দমকলের কাছে। যদিও এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
এদিকে এই অগ্নিকাণ্ডের পিছনে নাশকতার আশঙ্কা বাড়ছে। এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে উঠে গেছে প্রশ্ন। বাংলাদেশের সংবাদমাধ্যম 'ডেইলি স্টার' সে দেশের ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গির আলম চৌধুরীকে উদ্ধৃত করে জানিয়েছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়েছে, যে আগুন নেভানোর কাজ করতে গিয়ে একজন দমকল কর্মী নিহত হয়েছেন এবং এই ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন। এদিকে, সচিবালয়ের মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে বাংলাদেশ প্রশাসনের অন্দরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live:পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য', গ্রাম ঘেরা হল জালে
এমনিতেই অস্থির পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। মহমম্দ ইউনূসের (Muhammad Yunus) সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে সে দেশের বৃহত্তম রাজনৈতিক দল BNP। দ্রুত নির্বাচন করানোর বদলে ক্ষমতার ভোগ করছেন ইউনূস ও তাঁর উপদেষ্টারা, এমনও অভিযোগ এনে সোচ্চার হতে দেখা গিয়েছে বিএনপি নেতাদের। এমনকী সাম্প্রতিক সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নামার ডাক পর্যন্ত দিতে শোনা গিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায়।
আরও পড়ুন- Purba Bardhaman News: পুলিশকে চুড়ি পরানোর হুঁশিয়ারি তৃণমূল নেতার, বিধায়কের মুখে আরও 'বড় কথা'!