picnic spots near kolkata: দিকে দিকে জমাটি ঢঙে চলছে পিকনিক-হুল্লোড়। কেউ কাছেপিঠের জায়গায় আবার কেউবা একটু দূরের কোনও তল্লাটে চড়ুইভাতির (Picnic) মজা নিচ্ছেন চেটেপুটে। তবে বিশেষ এই প্রতিবেদনে কলকাতার কাছে 'সেরার সেরা' ৫ পিকনিক স্পটের হদিশ মিলবে। কলকাতা থেকে এই জায়গাগুলিতে সকাল-সকাল বেরিয়ে সন্ধের মধ্যেই পিকনিক সেরে বাড়ি ফিরতে পারবেন।
দেউলটি
কলকাতা থেকে এই তল্লাটের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটারের মতো। গাড়িতে যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক। কলকাতার কাছেপিঠে বেশ কয়েকটি পিকনিক স্পটের মধ্যে এটি অন্যতম। হাওড়ার দেউলটির সঙ্গে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে। এখানেই কথা সাহিত্যিকের বাড়ি রয়েছে। এখানকার নদী পাড়ের ছায়ায় ঘেরা এই শান্ত-শীতল দেউলটি গ্রাম শীতের পিকনিকের জন্য আদর্শ একটি ডেস্টিনেশন হতে পারে।
গাদিয়াড়া
কলকাতার কাছেপিঠে আরও একটি নজরকাড়া পিকনিক স্পট হাওড়ার গাদিয়াড়া (Gadiara)। হুগলি নদীর তীরে শীতের দুপুরের মিঠে রোদ গায়ে মেখে জমিয়ে সারুন চড়ুইভাতি। কলকাতার কাছে তাকলাগানো কয়েকটি পিকনিক স্পটের মধ্যে এই জায়গা একেবারে পারফেক্ট চয়েজ। শহর কলকাতা এই এলাকার দূরত্ব মেরেকেটে ৮৫ কিলোমিটারের মতো। গাড়িতে ঘন্টা আড়াইয়ের মতো সময় লাগবে।
নীল দ্বীপ গার্ডেন
গত কয়েক বছরে কলকাতা শহরের লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের এই এলাকাটি দারুণ জনপ্রিয় হয়েছে পিকনিক স্পট হিসেবে। কলকাতা থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে এই এলাকা। এই গার্ডেনে রংবেরঙের নানা ফুলের সমাহার রয়েছে। শুধু তাই নয়, এখানে রয়েছে সুইমিং পুলও। চাইলে সেখানেও নেমে পড়তে পারেন কচিকাঁচাদের নিয়ে। পিকনিকের জন্য যোগাযোগ করতে পারেন ৯৬৭৪৪৭৭০৪৪ নম্বরে।
আরও পড়ুন- West Bengal News Live:পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে 'রয়্যাল বেঙ্গল রহস্য', গ্রাম ঘেরা হল জালে
আরও পড়ুন- West Bengal Weather: ঝঞ্ঝায়-ঝঞ্ঝায় শীতের দফারফা, পৌষেও টানা বৃষ্টি? শীত নিয়ে বড় আপডেট!
ব্যারাকপুর
চাইলে ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত ব্যারাকপুর (Barrackpore) থেকেও। পিকনিক করার এখানেও ফাটাফাটি বন্দোবস্ত রয়েছে। হুগলি নদীর একদম তীর বরাবর এই সুন্দর তল্লাট পিকনিকের জন্য একেবারে পারফেক্ট চয়েজ। পিকনিকের পাশাপাশি ঘুরে দেখতে পারেন মঙ্গল পান্ডে পার্ক, গান্ধী মিউজিয়ামের মতো ঐতিহাসিক কিছু জায়গা।
ফলতা
হুগলি নদীর পাড়ে অপরূপ আরও একটি পিকনিক স্পট ফলতা (Falta)। ডায়মন্ডহারবারের এই তল্লাট কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। নদীর পাড়ের এই এলাকাও অপূর্ব। নদীর পাড়ে বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনার হৃদয় জুড়িয়ে দেবে। এককথায় পিকনিকের দুরন্ত অভিজ্ঞতা নেওয়ার ষোলোআনা সুযোগ মিলবে এই ফলতায়।