Advertisment

Chinmoy Krishna Das: 'ওঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি', ইউনুসের সামনে দাঁড়িয়ে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি বাংলাদেশের বিশিষ্ট কবির

Bangladesh Unrest-Chinmoy Krishna Das: বাংলাদেশে সনাতনীদের হয়ে আওয়াজ তুলেছিলেন ISKCON-এর প্রাক্তন মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস। তাঁকে রাষ্ট্রদ্রোহীতার মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Chinmoy Krishna Das Arrested,Bangladesh,Muhammad Yunus,ISKCON,বাংলাদেশ,চিন্ময়কৃষ্ণ দাস,মহম্মদ ইউনুস

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাস।

Bangladesh Crisis: এবার ঘরেই চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy krishna Das) গ্রেপ্তারি নিয়ে বিদ্রোহের মুখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। "আমি নিজে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি। ওঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ওঁকে জামিন দেওয়া হোক।" ইউনুসের সামনে দাঁড়িয়ে এমনই আবেদন ওপার বাংলার বিশিষ্ট কবি ফারহাদ মজহার (Farhad Mazhar)।

Advertisment

কী বলেছেন বাংলাদেশের এই কবি?

"চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে আমি কথা বলেছি। ওঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। সন্ন্যাসীর মন্তব্যের ভিন্ন মত থাকতে পারে। কেন গ্রেপ্তার করা হল? গ্রেপ্তারির আইনি ভিত্তি কী? ওঁকে জামিন দেওয়া হোক।" ISKCON-এর প্রাক্তন মুখপাত্রের গ্রেপ্তারি নিয়ে এবার মহম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে এমনই আবেদন জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) বিশিষ্ট কবি ফারহাদ মজহার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও-য় বিষয়টি দেখা গিয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। 

শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। বেছে বেছে হিন্দু মহল্লায় ঢুকে মন্দির, বাড়ি-ঘর, দোকানে ভাঙচুর চালাচ্ছে কট্টরবাদীরা। বাংলাদেশের সনাতনীদের হয়ে আওয়াজ তুলেছিলেন ইসকনের প্রাক্তন মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

Advertisment

আরও পড়ুন- Bangladesh Unrest: 'পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ইউনুস', বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ফের আগুনে হুঙ্কার কার্তিক মহারাজের

আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা

রাষ্ট্রদ্রোহীতার মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। একের পর এক জামিনের আবেদন করা হলেও চিন্ময়কৃষ্ণ দাসের জামিন এখনও মঞ্জুর হয়নি। এদিকে, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে ইসকন থেকে শুরু করে নানা ধর্মীয় সংগঠন। বাংলাদেশের পাশাপাশি চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রতিবাদে এপার বাংলাতেও পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে হিন্দুত্ববাদী একাধিক সংগঠন। এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও সন্ন্যাসীর অবৈধ গ্রেপ্তারি নিয়ে সোচ্চার হয়েছে। 

আরও পড়ুন- Dooars Tourism: পর্যটকদের জন্য ফাটাফাটি খবর! খুলে গেল গরুমারার তিনটি বনবাংলো

অন্যদিকে, ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে একাধিক সাংসদ চিন্ময়কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের আদালতে তাঁর হয়ে সওয়ালে কোনও আইনজীবীই পাচ্ছেন না চিন্ময়কৃষ্ণ। কয়েকজন আইনজীবী তাঁর হয়ে সওয়ালে রাজি হওয়ায় তাঁদের বেধড়ক মারধর করেছে মৌলবাদীরা। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মজহার চিন্ময়কৃষ্ণকে মুক্ত করার দাবি জানালেন মহম্মদ ইউনুসকে। 

Bangladesh Crisis Bangladesh Chinmoy Krishna Das arrest ISKCON Muhammad Yunus
Advertisment