Advertisment

Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা

Bangladesh Crisis: শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। দিকে দিকে হিন্দু মহল্লায় আক্রমণ চালাচ্ছে মৌলবাদীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Unrest,Bangladesh Crisis,Hindusesh,বাংলাদেশ,হিন্দুদেশ

জেনারেল জিডি বক্সির এক্স হ্যান্ডল থেকে নেওয়া ছবি।

retired army general gd bakshi demands separate hindudesh for bangladesh minority: মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে (Bangladesh) অবর্ণনীয় অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। বাংলাদেশের জেলায়-জেলায় হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে। ভেঙে তছনছ করে ফেলা হচ্ছে মন্দির। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রাক্তন ভারতীয় সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। এক্স হ্যান্ডলে একটি ম্যাপের ছবি পোস্ট করে বাংলাদেশি হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানিয়েছেন প্রাক্তন ভারতীয় এই সেনা আধিকারিক।

Advertisment

বাংলাদেশে নির্মম অত্যাচারের শিকার হচ্ছে হিন্দুরা। কট্টরবাদী মৌলবাদীরা বেছে-বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে। কট্টরবাদীদের হামলার ভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা। বাংলাদেশের সরকার মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করার কথা বললেও আদতে তা হচ্ছে না। দিকে দিকে উগ্রবাদীরা ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে হিন্দুদের ওপর। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাড়ির কাছেই একটি বাজারে ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। BJP নেত্রী অগ্নিমিত্রা পালের পোস্ট করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে গোপালগঞ্জের বাজারে কট্টরবাদীরা মহিলাদের বিরুদ্ধে ফতোয়া জারি করছে। মহিলারা যাতে কোনওভাবেই বাজারে প্রবেশ করতে না পারেন সেই জন্য জারি করা হয়েছে সেই ফতোয়া। এক কথায় হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ভয়ংকর এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে হিন্দুরা।

এই পরিস্থিতিতে এবার বাংলাদেশকে টুকরো করে হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবি জানালেন ভারতীয় প্রাক্তন সেনাকর্তা জেনারেল জিডি বক্সি। এক্স হ্যান্ডলে একটি ম্যাপ পোস্ট করে তিনি এই দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যার করে তারা হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায় এবং যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছে। ১৯৭১ সালে ৩৮০০ জনেরও বেশি ভারতীয় সৈন্য, নৌসেনা এবং বায়ুসেনার জওয়ানরা এই দেশকে ঘাতক পাকবাহিনীর হাত থেকে মুক্ত করতে তাঁদের জীবন দিয়েছিলেন। এরা কতটা অকৃতজ্ঞ হতে পারে... যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে তবে এটি একটি সম্ভাব্য সমাধান।"

আরও পড়ুন- West Bengal News Live: নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের হামলায় বিপন্ন হিন্দুরা, কলকাতা ও আগরতলার উপদূতাবাসের কর্তাদের ফেরাল ঢাকা

আরও পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, সামনের সপ্তাহ থেকেই শীতের জমাটি ইনিংস শুরু?

আরও পড়ুন- Bangladesh News: 'মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা', তালিবানি শাসন শুরু বাংলাদেশেও?, অগ্নিমিত্রার পোস্টে প্রশ্ন

এটি লেখার সঙ্গেই তিনি একটি ম্যাপ পোস্ট করেছেন। যে ম্যাপে দেখানো হয়েছে, বাংলাদেশের উত্তর দিকের অংশ আলাদা করা হয়েছে। সেটি হিন্দুদের দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Bangladesh Crisis Bangladesh Muhammad Yunus West Bengal News
Advertisment