Bangladesh Unrest-Kartik Maharaj: অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে ভারত থেকে বাংলাদেশে আলু-পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী যাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ (Kartik Maharaj)। এর আগেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন কার্তিক মহারাজ। আবারও তাঁকে তুলোধনা এই সন্ন্যাসীর।
বাংলাদেশে নির্মম অত্যাচারের শিকার হচ্ছে হিন্দুরা। কট্টরবাদী মৌলবাদীরা বেছে-বেছে হিন্দু মহল্লায় ঢুকে আক্রমণ চালাচ্ছে। কট্টরবাদীদের হামলার ভয়ে সিঁটিয়ে রয়েছে হিন্দুরা। বাংলাদেশের সরকার মুখে সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে কাজ করার কথা বললেও আদতে তা হচ্ছে না। দিকে দিকে উগ্রবাদীরা ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে হিন্দুদের ওপর। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাড়ির কাছেই একটি বাজারে ফতোয়া জারি করেছে মৌলবাদীরা।
BJP নেত্রী অগ্নিমিত্রা পালের পোস্ট করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে গোপালগঞ্জের বাজারে কট্টরবাদীরা মহিলাদের বিরুদ্ধে ফতোয়া জারি করছে। মহিলারা যাতে কোনওভাবেই বাজারে প্রবেশ করতে না পারেন সেই জন্য জারি করা হয়েছে সেই ফতোয়া। এক কথায় হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশে নিজেদের অস্তিত্ব বাঁচাতে ভয়ংকর এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে হিন্দুরা।
আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আবারও সোচ্চার হলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক মহারাজ তুলোধনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে।
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা
তিনি বলেন, "পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন মহম্মদ ইউনুস। আওয়ামি লিগ এলে ওদের যা অবস্থা হবে...। ত্রিপুরায় যেমন বন্ধ করা হয়েছে, অসমে যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে... পশ্চিমবঙ্গেও কিছু ঘন্টার জন্য আমরা সীমান্ত বন্ধ করেছিলাম। ১৫ দিনের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে ভারত সরকারকে। আমরা বৈঠকে কিছু সিদ্ধান্ত নেব।"