Dooars Tourism:ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য দারুণ সুখবর। খুলে গিয়েছে গরুমারার তিনটি বনবাংলো। পর্যটনের ভরা মরশুমে বনবাংলোয় থেকে জঙ্গল জীবনের ভরপুর স্বাদ নেওয়ার ষোলোআনা সুযোগ ফের একবার পর্যটকদের হাতের মুঠোয়। অভূতপূর্ব এই সুযোগ পর্যটকদের জন্য এনে দিয়েছে রাজ্য বনদপ্তর। সংস্কারের কাজ শেষ না হওয়ায় পর্যটকদের জন্য বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল গরুমারার এই তিনটি বনবাংলো।
খুলে গিয়েছে গরুমারা বনদপ্তরের তিনটি বনবাংলো। এতদিন সংস্কারের কাজ চালায় সেখানে পর্যটকরা যেতে পারছিলেন না। পর্যটকদের জন্য বন্ধ করে রাখা হয়েছিল গরুমারার এই তিনটি বনবাংলো। তবে বেশ কিছুদিন ধরে সেই বনবাংলো তিনটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন পর্যটকরা। এবার পর্যটন মরশুম শুরুর আগে থেকে এই বনবাংলো তিনটি চালুর ব্যাপারে আরও তৎপরতা শুরু করে দিয়েছিল বনদপ্তর। জোর কদমে চলে সংস্কারের কাজ।
সংস্কারের কাজ শেষ হওয়ায় খুলে দেওয়া হয়েছে গরুমারার আওতাধীন ধুপঝোরা গাছবাড়ি, রামসাই কালিপুর ইকো ভিলেজ, মৌচুকি ক্যাম্প নামে তিনটি বনবাংলো। পর্যটকদের সুবিধার কথা খেয়াল রেখে এবার পর্যটকদের থাকার জন্য এই তিনটি বনবাংলোয় খরচও কমানো হয়েছে। জানা গিয়েছে, কটেজ প্রতি ১২০০ টাকা করে দিলেই সেখানে থাকা যাবে।
আরও পড়ুন- West Bengal News Live: ইডির মামলায় জামিন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের, ফের জারি প্রোডাকশন ওয়ারেন্ট
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা
আরও পড়ুন- West Bengal Weather Update: দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, সামনের সপ্তাহ থেকেই শীতের জমাটি ইনিংস শুরু?
অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই কটেজে থাকার জন্য টিকিট মিলবে। ডুয়ার্সের গরুমারায় বনদপ্তরের অধীনে একাধিক বনবাংলো রয়েছ। প্রতিটি বনবাংলোয় পর্যটকদের থাকা-খাওয়ার বন্দোবস্ত রয়েছে।