Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ, প্রতিবাদ এপার বাংলাতেও, সন্ন্যাসীর বিরুদ্ধে কী অভিযোগ ইউনুস সরকারের?

Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে সনাতনীদের সুরক্ষার স্বার্থে আন্দোলন গড়ে তুলেছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁকেই গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উদ্বিগ্ন ISKCON।

Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে সনাতনীদের সুরক্ষার স্বার্থে আন্দোলন গড়ে তুলেছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁকেই গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উদ্বিগ্ন ISKCON।

author-image
IE Bangla Web Desk
New Update
Chinmoy Krishna Das Arrested,Bangladesh,Muhammad Yunus,ISKCON,বাংলাদেশ,চিন্ময়কৃষ্ণ দাস,মহম্মদ ইউনুস

Chinmoy Krishna Das: চিন্ময়কৃষ্ণ দাস।

Bangladesh Unrest-ISKCON-Chinmoy Krishna Das Arrested: শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছে। দিকে দিকে মন্দির, উপাসনালয়ে চলছে ভাঙচুর। বেছে বেছে হিন্দু মহল্লায় চলছে আক্রমণ। প্রাণভয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা কার্যত সিঁটিয়ে আছে। তাঁদেরই একত্রিত করে ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ এনেছে মহম্মদ ইউনুসের সরকার?

Advertisment

বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বিশাল সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশের পরেই চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন প্রাক্তন BNP নেতা ফিরোজ খান। গত ৩১ অক্টোবর ফিরোজ খান তার অভিযোগে দাবি করেন, ২৫ অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদীঘির মাঠে একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। সেই সমাবেশের পরেই চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভ এবং তার আশেপাশে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ISKCON-এর গেরুয়া রঙের পতাকা লাগানো হয়। এ কাজে চিন্ময়কৃষ্ণ দাস ছাড়াও আরও ৯ জনকে অভিযুক্ত হিসেবে দাবি করেন বিএনপি-র ওই প্রাক্তন নেতা। 

সেই মামলার ভিত্তিতেই রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে চিন্ময়কৃষ্ণ দাস সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। যদিও সনাতনী মঞ্চের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের বিদ্রোহের কন্ঠ রোধ করতেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। 'প্রথম আলো'য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর সেদেশের কোতোয়ালি থানায় চিন্ময়কৃষ্ণ দাস-সহ মোট ১৯ জন এর বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: বিরাট রহস্যের পর্দা ফাঁস! হল না শেষ রক্ষা, কলকাতায় গ্রেফতার বাংলাদেশী নাগরিক

আরও পড়ুন- EXCLUSIVE: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ, আক্রান্ত হিন্দুরা, 'শেষ' দেখতে এবার কোন পথে ISKCON?

চিন্ময়কৃষ্ণ দাস একটা সময় ISKCON-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রেফতারিতে এখন ঘোর উদ্বেগে ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশের দিকে দিকে ISKCON-এর মন্দিরে ভাঙচুর চলছে। ইসকনের ভক্তদেরও নানা হুমকির সম্মুখীন হতে হচ্ছে ফি দিন। বাংলাদেশে ইসকনের ভক্তদের পরিস্থিতি এবং চিন্মকৃষ্ণ দাসের গ্রেফতারিতে উদ্বিগ্ন কলকাতায় সংস্থার সহ সভাপতি রাধারমন দাস। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কলকাতা ISKCON-এর সহ সভাপতি রাধারমন দাস বলেছেন, "বাংলাদেশে ইসকনের লোকজন খুব ভয়ে আছে। ভবিষ্যতে কী হবে! সেটা নিশ্চিত করতে পারছেন না। ভয়ঙ্কর সব স্লোগান দিচ্ছে। এটা খুব আতঙ্কের স্লোগান। ওরা বলছে ধরে ধরে জবাই করব। ছড়া বানিয়ে ফেলছে। নানা স্লোগানে ভয় পাচ্ছে ইসকনের ভক্তরা।"

আরও পড়ুন- Attacks on Hindu in Bangladesh: বাংলাদেশে অবর্ণনীয় অত্যাচারের শিকার হিন্দুরা, রাষ্ট্রসংঘে অভিযোগ ওড়ালেন ইউনুসের প্রতিনিধি

আরও পড়ুন- Attacks on Hindus in Bangladesh: ওপার বাংলায় আক্রান্ত হিন্দুরা, জাতীয় পতাকার অসম্মান, বাংলাদেশের রোগী দেখবে না কলকাতার হাসপাতালে

একইভাবে চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে তিনি বলেন, " খুব সাহসী ব্যক্তি। এমন লোকেরই দরকার। যখন অত্যাচার হয় আমরা মুখ ঘুরিয়ে নিই। কিন্তু এই অত্যাচার প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে। বাংলাদেশে ৬০-৭০ লক্ষের ওপর ভক্ত রয়েছে। আমরা আচার, ব্যবহারে কাউকে আঘাত করি না। এমন সম্প্রদায়কেই বাংলাদেশে টার্গেট করা হয়েছে।"

Bangladesh ISKCON Muhammad Yunus Chinmoy Krishna Das arrest