/indian-express-bangla/media/media_files/2025/11/02/bangladeshi-citizens-arrested-north-24-parganas-border-crossing-2025-11-02-10-27-35.jpg)
বাংলা জুড়ে SIR -এর ঘোষণা হতেই দেশ ছাড়ার হিড়িক, আটক ৪৫ বাংলাদেশি
এস আই আর আতঙ্কে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে স্বরূপনগর থানার হাকিমপুরের তারালি সীমান্ত থেকে BSF -এর হাতে ধরা পরল ৪৫ জন বাংলাদেশী। ধৃতদের মধ্যে রয়েছে ১০ শিশু ও ১৫ মহিলা।
আরও পড়ুন- বিমানে রয়েছে 'মানব বোমা', মাঝ আকাশে হঠাৎ হুমকি, রুদ্ধশ্বাস মুহূর্তে টানটান উত্তেজনা
বাংলায় এস আই আর ঘোষণা হতেই বাংলাদেশ থেকে আগত যে সকল বাংলাদেশীরা অভাবের তাড়নায় অবৈধভাবে ভারতে এসে বিভিন্ন প্রান্তে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছিলেন সেইসব বাংলাদেশীরা এসআইআর আতঙ্কে দলে দলে ভারত ছেড়ে নিজের দেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে স্বরুপনগর হাকিমপুর তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে যাওয়ার সময় বিএসএফের ১৪৩ নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জালে আটক ৪৫ জন বাংলাদেশি। শনিবার ধৃত বাংলাদেশিদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় । আদালত তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়।
এস আই এর ঘোষণা হওয়ার পরেই কি বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক এই বিপুল পরিমাণে বাংলাদেশীদের? তদন্ত করছে পুলিশ ও বিএসএফ। গত কয়েকদিনে এই সীমান্ত দিয়ে শতাধিক অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে বিএসএফের হাতে। উল্লেখ্য, এর আগের দিনও বিএসএফ উত্তর ২৪ পরগনা জেলা থেকেই আরও ১১ জন বাংলাদেশিকে আটক করেছিল, যাদের মধ্যে চারজন শিশু ছিল। তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সীমান্তে এভাবে অবৈধ অনুপ্রবেশ ও পারাপারের ঘটনা ক্রমশই বেড়ে চলায় নজরদারি আরও কড়া করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের অধিকাংশই কলকাতা এবং রাজারহাট এলাকায় বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সীমান্ত পেরিয়ে তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আরও পড়ুন- ভয়ঙ্কর প্রতারণার বিরাট পর্দা ফাঁস খাস কলকাতায়, কীভাবে নিঃস্ব হলেন বৃদ্ধ দম্পতি? জানলে চমকে যাবেন
বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান জানান, বৈধ নথি ছাড়াই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল এই বাংলাদেশিরা। সীমান্তরক্ষী বাহিনী (BSF) হাকিমপুর সীমান্তে তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন মহিলা এবং ১১ জন শিশু রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us