Bihar assembly election: বিহার নির্বাচনেও বিশেষ ধামাকা, মোদী ম্যাজিকে ভরসা NDA-এর, পাটনায় প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

Bihar assembly election: বিহার বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে নির্বাচনী প্রচার অভিযান। রবিবার রাজ্যে নির্বাচনী হাওয়া আরও উত্তপ্ত হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থীদের সমর্থনে একাধিক জেলা জুড়ে প্রচার অভিযান চালাবেন।

Bihar assembly election: বিহার বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে নির্বাচনী প্রচার অভিযান। রবিবার রাজ্যে নির্বাচনী হাওয়া আরও উত্তপ্ত হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থীদের সমর্থনে একাধিক জেলা জুড়ে প্রচার অভিযান চালাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
modi on maharastra election

বিহার নির্বাচনে মোদীর হাইভোল্টেজ প্রচার অভিযান, পাটনায় রোড শো রবিবার।

Bihar assembly election: বিহার নির্বাচনে মোদীর হাইভোল্টেজ প্রচার অভিযান, পাটনায় রোড শো রবিবার।

Advertisment

বিহার বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে নির্বাচনী প্রচার অভিযান। রবিবার রাজ্যে নির্বাচনী হাওয়া আরও উত্তপ্ত হতে চলেছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থীদের সমর্থনে একাধিক জেলা জুড়ে প্রচার অভিযান চালাবেন। দিন শেষে  পাটনায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বহু প্রতীক্ষিত রোড শো।

আরও পড়ুন- ভয়ঙ্কর প্রতারণার বিরাট পর্দা ফাঁস খাস কলকাতায়, কীভাবে নিঃস্ব হলেন বৃদ্ধ দম্পতি? জানলে চমকে যাবেন

Advertisment

 বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল শনিবার জানান, রবিবার অর্থাৎ ২ নভেম্বর প্রধানমন্ত্রী মোদী ভোজপুর, নওয়াদা এবং আরায় তিনটি জেলায় জনসভা করবেন। প্রতিটি সভায় তিনি এনডিএ প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেবেন এবং সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বিকেল ৫টা নাগাদ পাটনার দিনকর চক থেকে গান্ধী ময়দান পর্যন্ত একটি বিশাল রোড শো করবেন। এই রোড শোতে বিপুল সংখ্যক বিজেপি ও এনডিএ কর্মী অংশ নেবেন। পাশাপাশি, পাটনার সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে প্রবল উৎসাহ দেখাচ্ছেন।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদীর পরবর্তী বিহার সফর হবে ৩ নভেম্বর। সেদিন তিনি কাটিহার ও সহরসায় দুটি বড় জনসভায় ভাষণ দেবেন। এরপর ৬ নভেম্বর আরারিয়া জেলার ফোর্বসগঞ্জে আরও একটি জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্রের দাবি, মোদীর একাধিক জনসভা ও রোড শো নির্বাচনী উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং রাজ্যজুড়ে এনডিএর পক্ষে হাওয়া বইবে।

এছাড়া, বিজেপি মহিলা ভোটারদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ৪ নভেম্বর প্রধানমন্ত্রী মোদী বিহারের মহিলাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। সেই অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, স্বনির্ভরতা এবং এনডিএ সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি মত বিনিময় করবেন।

আরও পড়ুন-  নির্বাচনের আগেই 'হাইপ্রোফাইল' গ্রেফতারিতে উত্তাল বিহার, বিরাট পদক্ষেপ পাটনা পুলিশের

বিজেপির বক্তব্য, মহিলা ভোটাররাই দলের "মূল শক্তি"। তাই প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের সঙ্গে সরাসরি সংলাপ স্থাপন করা হবে, যা নির্বাচনে বিজেপির সমর্থন আরও মজবুত করবে বলে আশাবাদী দল।

এদিকে বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বলেন, এই নির্বাচন রাজ্যের জনগণের সামনে দুটি পথ খুলে দিয়েছে — একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা, অন্যদিকে আরজেডি নেতৃত্বাধীন বিরোধী জোটের “জঙ্গলরাজ”-এ ফেরার আশঙ্কা।
খারাপ আবহাওয়ার কারণে গোপালগঞ্জ ও সমস্তিপুরে সরাসরি যেতে না পারলেও, ভার্চুয়াল জনসভায় ভাষণ দিয়ে শাহ তীব্রভাবে আক্রমণ করেন বিরোধী শিবিরকে।

আরজেডি প্রধান লালু প্রসাদের নিজ জেলা গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে শাহ বলেন, “রাবড়ি দেবীর ভাই ও প্রাক্তন বিধায়ক সাধু যাদবের নৃশংসতা গোপালগঞ্জবাসীর থেকে ভালো কেউ জানে না। বিরোধীরা যদি ক্ষমতায় আসে, জঙ্গলরাজ আবার ফিরে আসবে।”তিনি স্মরণ করিয়ে দেন, ২০০২ সাল থেকে গোপালগঞ্জের মানুষ আরজেডিকে ভোট দেয়নি, এবং এই ঐতিহ্য বজায় থাকবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন- বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা

অমিত শাহ তাঁর বক্তব্যে রাবড়ি দেবীর মুখ্যমন্ত্রীত্বকালে সাধু যাদবের প্রভাবশালী অবস্থানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “১৯৯৯ সালে মিসা ভারতীর বিয়ের সময় একটি শোরুম থেকে গাড়ি বাজেয়াপ্ত করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে — যে ঘটনার উল্লেখ প্রধানমন্ত্রী মোদীও সম্প্রতি করেছেন।” তাছাড়া ১৯৯০-এর দশকের গৌতম হত্যা মামলাতেও যাদবের নাম জড়িয়েছিল, যা সম্প্রতি আবার আলোচনায় আসে জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের বক্তব্যের পর।

আরজেডি আমলের গণহত্যা ও নকশাল আতঙ্কের প্রসঙ্গও তুললেন শাহ
অমিত শাহ বলেন, “যে সময় বিহারের বিভিন্ন জেলা গণহত্যা ও নকশালপন্থী সংঘর্ষে জর্জরিত ছিল, সেটিই ছিল আরজেডি শাসনের বাস্তব চিত্র।” তিনি দাবি করেন, মোদী-নীতীশ যুগল সেই অন্ধকার অতীত থেকে রাজ্যকে উন্নয়নের পথে ফিরিয়ে এনেছেন।

modi Bihar Assembly Election 2025