/indian-express-bangla/media/media_files/2025/10/31/police-2025-10-31-14-15-33.jpg)
Bangladeshi women detained: অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে ফের জালে বাংলাদেশিরা।
Bangladeshi detained: আহমেদাবাদ সিটি পুলিশ বৃহস্পতিবার ১৭ জন বাংলাদেশি নারীকে আটক করেছে, যাদের “অবৈধ অনুপ্রবেশকারী” বলে দাবি করেছে পুলিশ। আটক হওয়া নারীদের মধ্যে রয়েছে এক সাত বছরের কন্যা শিশুও। তদন্তের স্বার্থে তাঁদের সারদরনগরের যৌথ জেরা কেন্দ্র (Joint Interrogation Centre – JIC)-এ পাঠানো হয়েছে, যেখানে অন্যান্য সংস্থাও জিজ্ঞাসাবাদ চালাবে।
সূত্রের খবর, অভিযানটি পরিচালনা করেছে সোলা থানার পুলিশ। বি ডিভিশনের এ.সি.পি. এইচ.এম. কানসাগরা বলেন, “মোট ১৭ জন বাংলাদেশি নাগরিক, যারা গত ১০ দিন থেকে ৪ বছরের মধ্যে গুজরাটে প্রবেশ করেছিল, তাঁদের আটক করা হয়েছে। এছাড়াও কিছু বাড়িওয়ালার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে কারণ তাঁরা ভাড়াটেদের সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য দেননি।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ২১ থেকে ৪৯ বছর বয়সী মহিলা রয়েছেন, সঙ্গে রয়েছে এক সাত বছরের মেয়ে শিশু। সোলা থানার ইন্সপেক্টর কে.এন. ভূকন বলেন, “আমরা শুধুমাত্র নারীদেরই পেয়েছি, কারণ তাঁরা একাই বাংলাদেশ থেকে এসেছেন। কিছুজনের পরিবার এখনো বাংলাদেশে রয়েছে, আবার কিছুজনের স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন।”
আরও পড়ুন- SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি
পুলিশের ধারণা, পূর্ব সীমান্ত পেরিয়ে এই নারীদের গুজরাটে আনতে কিছু স্থানীয় এজেন্টের ভূমিকা থাকতে পারে। তবে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, পাচারের মূল চক্রটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। তদন্ত শেষে এই বাংলাদেশি মহিলাদের নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) করার প্রক্রিয়া শুরু হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন- Bihar election 2025:‘মেড ইন বিহার’ ও ‘ভোকাল ফর লোকাল’! ভোটের আগে NDA ইস্তেহারে প্রতিশ্রুতির সুনামি!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us