/indian-express-bangla/media/media_files/2025/10/31/bihar-2025-10-31-12-36-03.jpg)
Bihar election 2025: ৩১ অক্টোবর, ২০২৫ তারিখে পাটনায় বিহার নির্বাচনের জন্য জাতীয় গণতান্ত্রিক জোটের নেতারা ২৫-দফা ইস্তেহার প্রকাশ করছেন। এক্সপ্রেস ফটো।
Bihar election 2025: বিহার বিধানসভা নির্বাচনের আগে NDA-র ইস্তেহার প্রকাশ করলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার পাটনায় এক অনুষ্ঠানে NDA-র পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপেন্দ্র কুশওয়াহা, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঞ্জি সহ জোটের শীর্ষ নেতারা। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা বিহার নির্বাচনের আগে NDA-র এই ইস্তেহার রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।
ইস্তেহারে NDA প্রতিশ্রুতি দিয়েছে — অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (EBC) প্রত্যেক নাগরিককে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, এক কোটি সরকারি চাকরি, প্রতিটি জেলায় মেগা স্কিল সেন্টার, ‘লক্ষপতি দিদি’ প্রকল্পের মাধ্যমে এক কোটি মহিলাকে আর্থিক সহায়তা এবং শহরাঞ্চলের মহিলা উদ্যোক্তাদের জন্য ‘মিশন কোটিপতি’ চালুর আশ্বাস দেওয়া হয়েছে।
উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সংবাদ সংস্থা PTI-কে বলেন, “আমরা প্রতিটি নাগরিকের উন্নয়নের কথা ভেবেছি। বিহারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছি, ভবিষ্যতেও তা চালিয়ে যাব। কৃষক, মহিলা, দলিত সমাজ ও অন্যান্য সকল শ্রেণির উন্নয়নই আমাদের লক্ষ্য। NDA অতীতে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”
আরও পড়ুন-SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি
সম্রাট চৌধুরী আরও ঘোষণা করেন, পাটনার পাশাপাশি আরও চারটি শহরে চালু হবে মেট্রো পরিষেবা। এছাড়া রাজ্যে ১০টি নতুন শিল্প পার্ক গড়ে তোলা হবে এবং NDA ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে।
‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের অধীনে ১০০টি MSME পার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছে জোট। পাশাপাশি ‘মেড ইন বিহার’ প্রকল্পের মাধ্যমে কৃষিজ পণ্যের রফতানি দ্বিগুণ করার পরিকল্পনাও জানানো হয়েছে। গিগ কর্মী ও অটোচালকদের জন্য আর্থিক সহায়তা ও স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-Abhishek Banerjee:শুরু SIR, তৈরি অভিষেকও! ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের 'সুপারটনিক' আজই
বিহার BJP সভাপতি দিলীপ জয়সওয়াল ইস্তেহারকে ‘পাঁচ পাণ্ডবের গ্যারান্টি’ বলে উল্লেখ করে বলেন, “এই ইস্তেহার হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি, নীতীশ কুমারের বিশ্বাস এবং ঐক্যবদ্ধ বিহারের স্বপ্ন। এটি উন্নত বিহার গঠনের রোডম্যাপ।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us