SIR ইস্যুতে দুরন্ত মোড়! কলকাতা হাইকোর্টে মামলা, সরগরম রাজ্য রাজনীতি

SIR controversy: কলকাতা হাইকোর্টে দায়ের হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) সংক্রান্ত মামলা। আবেদনকারী পক্ষের দাবি, এসআইআর প্রক্রিয়ার বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিক জাতীয় নির্বাচন কমিশন।

SIR controversy: কলকাতা হাইকোর্টে দায়ের হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) সংক্রান্ত মামলা। আবেদনকারী পক্ষের দাবি, এসআইআর প্রক্রিয়ার বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিক জাতীয় নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR West Bengal, Kolkata High Court case, voter list verification, Election Commission of India, Abhishek Banerjee, Trinamool Congress, BJP, SIR controversy, voter list survey, West Bengal politics, High Court petition, voter verification India,এসআইআর মামলা, কলকাতা হাইকোর্ট, ভোটার তালিকা সমীক্ষা, বিশেষ নিবিড় সমীক্ষা, নির্বাচন কমিশন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বিজেপি, ভোটার তালিকা যাচাই, বাংলার রাজনীতি, আদালতের মামলা, এসআইআর বিতর্ক, ভোটার যাচাই প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। আবেদনকারী পক্ষের দাবি, এসআইআর চালু করার প্রয়োজনীয়তা এবং এর আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে'র ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে।

Advertisment

আবেদনে বলা হয়েছে, কেন এই বিশেষ সমীক্ষা চালানো হচ্ছে, তার উদ্দেশ্য কী এবং এটি কতটা সংবিধানসম্মত — সেই বিষয়ে আদালতের কাছে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, ২০০২ সালের মতো এবারও ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশের আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- West Bengal news Live Updates:পর্যটনের মরশুমে দার্জিলিংয়ে বিরাট দুঃসংবাদ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু, আহতরা হাসপাতালে

Advertisment

 উল্লেখ্য, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন- Abhishek Banerjee:শুরু SIR, তৈরি অভিষেকও! ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের 'সুপারটনিক' আজই

বিহারে এসআইআর চালুর পর ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল বলে জানা গিয়েছে। কমিশনের দাবি ছিল — মৃত ও ভুয়ো ভোটারদের নাম মুছে দেওয়ার জন্যই এই পদক্ষেপ। তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।

আরও পড়ুন-IRCTC Vikalp: ট্রেনে আসন পাওয়া নিয়ে শঙ্কায় ইতি, যাত্রীদের সুখবরের বন্যায় ভাসাল 'আইআরসিটিসি বিকল্প'!

বাংলায় শাসক তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এসআইআর-এর তীব্র বিরোধিতা করেছে। দলের বক্তব্য, BJP রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এই সমীক্ষা ব্যবহার করছে। এবার বিষয়টি আদালতে গিয়ে পৌঁছনোর ফলে, এসআইআর বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, আদালতের এই মামলার রায় কি এসআইআর প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলবে? এখন তাকিয়ে বিচারপতির রায়ের দিকেই।

Latest news west bengal latest news Breaking news bjp tmc Calcutta High Court SIR