Banking rules change:ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর! ১ নভেম্বর থেকেই চালু নতুন নিয়ম, জানলে চমকে যাবেন!

Banking rules change: ১ নভেম্বর থকে ব্যাংকিং ব্যবস্থায় আবারও বড়সড় পরিবর্তন। বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। সমস্যা এড়াতে আগেভাগে সেই ব্যাপারে বিশদে জেনে নিন।

Banking rules change: ১ নভেম্বর থকে ব্যাংকিং ব্যবস্থায় আবারও বড়সড় পরিবর্তন। বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। সমস্যা এড়াতে আগেভাগে সেই ব্যাপারে বিশদে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
November 2025 new rules  ,Banking rules change 2025,  Aadhaar update online without documents,  UIDAI new update fee  ,Pension Life Certificate November  ,NPS to UPS switch last date  ,GST new slabs 2025,  Wallet top-up charges,  Education payment card fee,  Bank account nominee rules,নভেম্বর ২০২৫ নতুন নিয়ম  ,ব্যাংকিং নিয়ম পরিবর্তন  ,আধার আপডেট অনলাইনে,  UIDAI নতুন ফি  ,পেনশন লাইফ সার্টিফিকেট,  NPS থেকে UPS পরিবর্তন,  জিএসটি নতুন স্ল্যাব,  ওয়ালেট টপ-আপ চার্জ,  ব্যাংক nominee নিয়ম,  শিক্ষা পেমেন্ট ফি

Banking rules change: প্রতীকী ছবি।

আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে দেশের ব্যাংকিং, আধার, পেনশন এবং GST ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ নাগরিকের ব্যাংকিং পরিষেবা, সরকারি সুবিধা গ্রহণ, এমনকী কর জমা দেওয়ার প্রক্রিয়াতেও।

Advertisment

ব্যাংকিং পরিষেবায় নতুন নিয়ম:

১ নভেম্বর থেকে ব্যাংক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টডির জন্য সর্বোচ্চ চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তি (nominee) রাখতে পারবেন। এই ব্যবস্থা কার্যকর করার ফলে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সহজেই নগদ টাকা কিংবা সম্পত্তি তুলতে পারবেন।মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও আগের তুলনায় সহজ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনও আইনি জটিলতা তৈরি না হয়।

আরও পড়ুন- West Bengal Weather Updates:গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় মন্থা, রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, শীতের দুরন্ত আপডেট জানুন

Advertisment

এছাড়াও, ক্রেডিট কার্ড ও পেমেন্ট চার্জে পরিবর্তন আসছে। শিক্ষা সম্পর্কিত পেমেন্টে এবং ১,০০০-এর বেশি ওয়ালেট টপ-আপে ১% সার্ভিস ফি দিতে হবে। গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপডেটেড ফি-স্ট্রাকচার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আধার আপডেটের নতুন সুবিধা:

ইউআইডিএআই (UIDAI) ঘোষণা করেছে, এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বর অনলাইনে পরিবর্তন করতে পারবেন, কোনও প্রমাণপত্র আপলোড ছাড়াই। তবে বায়োমেট্রিক আপডেট (যেমন আঙুলের ছাপ বা চোখের স্ক্যান) করার জন্য অবশ্যই আধার সেন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন-Kunal Ghosh:ট্রোলারদের জন্য 'উটের দুধের' সাবান! কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!

নতুন ফি নির্ধারিত হয়েছে —

নন-বায়োমেট্রিক আপডেট: ৭৫ টাকা।
বায়োমেট্রিক আপডেট: ১২৫।

পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস:

নভেম্বর মাস পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে হবে, যাতে সময়মতো পেনশন পাওয়া যায়।
এছাড়া, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)-এ পরিবর্তনের শেষ তারিখও ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন-West Bengal News Live Updates:পানিহাটিতে NRC আতঙ্কে আত্মহত্যা, মমতা-অভিষেকদের নির্দেশে আজ প্রতিবাদ মিছিল তৃণমূলের

GST ব্যবস্থায় বড় পরিবর্তন:

১ নভেম্বর থেকে জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হবে। নতুন ব্যবস্থায় ভারত দুটি মূল কর স্ল্যাবে (৫% ও ১৮%) স্থানান্তরিত হবে।
লাক্সারি ও সিন পণ্যের ক্ষেত্রে ৪০% কর হার প্রযোজ্য থাকবে। সরকারের লক্ষ্য হলো কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করে ব্যবসায়িক পরিবেশকে উন্নত করা।

Banking rules change 2025 west bengal latest news bank