/indian-express-bangla/media/media_files/2025/03/15/Jc9VNvdKMu7X5XU7lNJ3.jpg)
Banking rules change: প্রতীকী ছবি।
আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে দেশের ব্যাংকিং, আধার, পেনশন এবং GST ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এই পরিবর্তনগুলির প্রভাব পড়বে সাধারণ নাগরিকের ব্যাংকিং পরিষেবা, সরকারি সুবিধা গ্রহণ, এমনকী কর জমা দেওয়ার প্রক্রিয়াতেও।
ব্যাংকিং পরিষেবায় নতুন নিয়ম:
১ নভেম্বর থেকে ব্যাংক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টডির জন্য সর্বোচ্চ চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তি (nominee) রাখতে পারবেন। এই ব্যবস্থা কার্যকর করার ফলে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সহজেই নগদ টাকা কিংবা সম্পত্তি তুলতে পারবেন।মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও আগের তুলনায় সহজ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনও আইনি জটিলতা তৈরি না হয়।
এছাড়াও, ক্রেডিট কার্ড ও পেমেন্ট চার্জে পরিবর্তন আসছে। শিক্ষা সম্পর্কিত পেমেন্টে এবং ১,০০০-এর বেশি ওয়ালেট টপ-আপে ১% সার্ভিস ফি দিতে হবে। গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আপডেটেড ফি-স্ট্রাকচার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আধার আপডেটের নতুন সুবিধা:
ইউআইডিএআই (UIDAI) ঘোষণা করেছে, এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্মতারিখ ও মোবাইল নম্বর অনলাইনে পরিবর্তন করতে পারবেন, কোনও প্রমাণপত্র আপলোড ছাড়াই। তবে বায়োমেট্রিক আপডেট (যেমন আঙুলের ছাপ বা চোখের স্ক্যান) করার জন্য অবশ্যই আধার সেন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন-Kunal Ghosh:ট্রোলারদের জন্য 'উটের দুধের' সাবান! কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!
নতুন ফি নির্ধারিত হয়েছে —
নন-বায়োমেট্রিক আপডেট: ৭৫ টাকা।
বায়োমেট্রিক আপডেট: ১২৫।
পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস:
নভেম্বর মাস পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে হবে, যাতে সময়মতো পেনশন পাওয়া যায়।
এছাড়া, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)-এ পরিবর্তনের শেষ তারিখও ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
GST ব্যবস্থায় বড় পরিবর্তন:
১ নভেম্বর থেকে জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা হবে। নতুন ব্যবস্থায় ভারত দুটি মূল কর স্ল্যাবে (৫% ও ১৮%) স্থানান্তরিত হবে।
লাক্সারি ও সিন পণ্যের ক্ষেত্রে ৪০% কর হার প্রযোজ্য থাকবে। সরকারের লক্ষ্য হলো কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করে ব্যবসায়িক পরিবেশকে উন্নত করা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us