/indian-express-bangla/media/media_files/2025/10/16/kolkata-weather-latest-update-2025-10-16-08-31-52.jpg)
কলকাতায় শীত কবে থেকে?
ঘূর্ণিঝড় মন্থা আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রেহাই মিলেছে বাংলার। তবে এর পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামীকাল, শুক্রবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রেখেছে হাওয়া অফিস।
আরও পড়ুন- Birbhum News: ‘সহবাসে রাজি না হলে মেরে ফেলব’, তৃণমূল নেতার হুমকিতে থানায় ছুট তরুণীর
কলকাতার আবহাওয়া
রাজধানী কলকাতার আকাশ আগামী কয়েক দিন আংশিক মেঘলা থাকবে। যদিও এখনই শহরে ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানা গেছে, আজ বৃহস্পতিবার দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন-Birbhum News: দুবরাজপুরে ভোটার তালিকায় নরেন্দ্র মোদীর নাম, একই বাড়িতে মমতাও! শহরজুড়ে চাঞ্চল্য
সব মিলিয়ে, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় অংশেই এই বৃষ্টিপ্রবণ আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের হালকা পরশ পেতে হলে সম্ভবত আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।
আরও পড়ুন- Suvendu Adhikari: “কমিশনের কথার বাইরে গেলে জেলেই জায়গা হবে!”, শুভেন্দুর চরম সতর্কবার্তা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us