New Update
/indian-express-bangla/media/media_files/AWdWXDqGKFPo1JwVVSnt.jpg)
স্ত্রীকে নিয়ে নিজের হাতে গড়া দেবীমূর্তির সামনে চিকিৎসক অনুপম ধর। ছবি: মোবারক কোরাইশি।
স্ত্রীকে নিয়ে নিজের হাতে গড়া দেবীমূর্তির সামনে চিকিৎসক অনুপম ধর। ছবি: মোবারক কোরাইশি।
Durga Puja 2024: অনুপম ধর পেশায় একজন চিকিৎসক হলেও তাঁর নিপুণ হাতের অপরূপ শিল্পকলা বরাবরই নজর কাড়ে। এবছর নিজের বাড়ির দুর্গা প্রতিমায় যেন এক প্রতিবাদের ভাষা বুনেছিলেন ডাক্তারবাবু। শতাব্দী প্রাচীন ঐতিহ্য মেনে এবারও উত্তর ২৪ পরগনার বারাসতের নবপল্লিতে ধরবাড়িতে দুর্গাপুজোর আয়োজন হয়েছিল।
একসময় বাংলাদেশের পৈতৃক ভিটেয় দুর্গোৎসবের আয়োজন করেছিল এবাড়ির পূর্ব পুরুষেরা। তবে চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরেই বাড়ির পুজোর হাল টেনে ধরেন অনুপম ধর নিজে। নিজ দায়িত্ব সামলানোর পাশাপাশি অবসর সময় নিজেকে ব্যস্ত করে তোলেন দেবী মূর্তি তৈরির কাজে। ছোট থেকেই মাটি দিয়ে মূর্তি বানাতেন তিনি। এবার বাড়ির দুর্গা প্রতিমাও নিজে হাতে গড়েছেন ডাক্তারবাবু।
সেই সঙ্গে এবার আরজি করের ঘৃণ্য ঘটনার প্রতিবাদ ফুটে উঠেছে দেবী মূর্তিতে। আরজি করের নির্যাতিতাতে যেন কোলে নিয়ে মা দুর্গা রয়েছেন। রামায়ণ ও মহাভারতের দ্রৌপদীর বস্ত্র হরণ ও সীতার অগ্নিপরীক্ষার চিত্র ফুটে উঠেছে সাজে। সেই সঙ্গে মা দুর্গার মূর্তির উপরের অংশে বড় বড় অক্ষরে লেখা, 'আর কবে কন্ঠ শক্তি পাবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে শির উঠে দাঁড়াবে'।
আরও পড়ুন- Kalyan Banerjee: মা দুর্গার সামনে আরতির সময় হাপুস নয়নে কান্না কল্যাণের, ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিও
বাড়ির এই দুর্গাপুজো সম্পর্কে চিকিৎসক অনুপম ধর বলেন, "নারীদের অসম্মানের কারণেই বড় বড় যুদ্ধ হয়েছে ইতিহাসে। রামায়ণ মহাভারত ও তারই উদাহরণ। আজকের বর্তমান অবস্থাতেও নারীদের সম্মানহানি ঘটছে। সুরক্ষা নেই। আমরা নারীশক্তির পুজো করি। সেই মনোভাব থেকেই আমি আমার পুজোর প্রতিমায় প্রতিবাদের ছোঁয়া রেখেছি।"