Kali Puja 2025:বারাসাতের কালী পুজো: মাতৃ প্রতিমার সোনার গহনার ঝলক দেখেছেন সবাই

Barasat Shyama Puja 2025:বারাসাত শ্যামা পুজোতে মাতৃ প্রতিমা সেজেছেন ৬১ কিলো সোনার গহনায়। কর্ণাটকের তিরুপতি বালাজি মন্দিরের আদলে সাজানো মণ্ডপে হাজারো দর্শনার্থীর ভিড়।

Barasat Shyama Puja 2025:বারাসাত শ্যামা পুজোতে মাতৃ প্রতিমা সেজেছেন ৬১ কিলো সোনার গহনায়। কর্ণাটকের তিরুপতি বালাজি মন্দিরের আদলে সাজানো মণ্ডপে হাজারো দর্শনার্থীর ভিড়।

author-image
Mobarak Koraisi
New Update
Barasat Shyama Puja 2025  ,Golden idol Barasat,  Tirupati Balaji inspired pandal,  Shyama Puja festival,Barasat Kali Puja 2025,  Barasat Durga idol decoration,  Devotees Shyama Puja  ,Barasat Puja celebration,  Indian festival 2025  ,Durga idol in gold  ,Temple pandal decoration,বারাসাত শ্যামা পুজো ২০২৫,  ৬১ কিলো সোনার প্রতিমা  ,বারাসাত পূজা মণ্ডপ  ,তিরুপতি বালাজি মন্দির অনুপ্রেরণা  ,মাতৃ প্রতিমার অলঙ্কার  ,বারাসাত দুর্গা পূজা,  ভক্তদের সমাগম বারাসাত,  বারাসাত পূজার আলো  ,মাতৃ ভক্তি ও উৎসব  ,পূজা মণ্ডপ সাজসজ্জা

Barasat Shyama Puja 2025: বারাসাত রেজিমেন্টের কালীপুজো।

বারাসাত শহর জুড়ে শুরু হয়েছে শ্যামা পুজোর আলোর উৎসব। শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন এই জমকালো উৎসবের আনন্দ উপভোগ করতে। প্রতিটি প্যান্ডেল ও চত্বর আলোর ঝলকে সেজে উঠেছে, যেন শহর এখন আলোর সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে।

Advertisment

এই সমস্ত পূজার মধ্যে বারাসাত রেজিমেন্ট পূজা বিশেষভাবে দৃষ্টিনন্দন ও দর্শকপ্রিয়। এবারের বিশেষত্ব হলো প্রতিমার সাজ। মা কালীর প্রতিমা এইবার সেজেছেন ৬১ কিলো সোনার গহনায়, যা দর্শকদের দৃষ্টি নাড়াচ্ছে। মাতৃ প্রতিমার রূপ স্নিগ্ধ ও শান্ত, সঙ্গে অতুলনীয় অলঙ্করণ। প্রতিমার সৌন্দর্য ও অভিজাত গহনায় সজ্জিত রূপ দর্শনার্থীদের মুগ্ধ করছে।

আরও পড়ুন- West Bengal live news update:কালীপুজোর পর বড়মার মন্দিরে অভিষেক, কুণালের মন্তব্যে চর্চা

Advertisment

এবারের মণ্ডপ তৈরি করা হয়েছে কর্ণাটকের তিরুপতি বালাজি মন্দিরের আদলে, যা আরও আভিজাত্য ও ঐতিহ্যবাহী অনুভূতি যোগ করেছে। মায়ের সাজসজ্জা, আলোকসজ্জা ও মণ্ডপের আর্কিটেকচার মিলিয়ে পুরো প্যান্ডেল যেন এক অনন্য নান্দনিক সৌন্দর্যের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

বারাসাত রেজিমেন্টের এই পূজা যেমন দৃষ্টিনন্দন, তেমনি আধ্যাত্মিক অনুভূতি ও মাতৃ ভক্তির এক অনন্য প্রকাশ। প্রতিদিন হাজারো মানুষ এ প্যান্ডেলে আসছেন মায়ের দর্শন করতে এবং পূজার আনন্দ উপভোগ করতে।

আরও পড়ুন- Fire:কালীপুজোর পরের দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুনে ভস্মীভূত কারখানা

এইবারের শ্যামা পুজো দেখেই বোঝা যাচ্ছে, বারাসাতের প্রতিটি মণ্ডপেই নতুন নতুন চমক এবং দর্শকপ্রিয়তা বজায় রয়েছে। বিশেষত এইবার ৬১ কিলো সোনার গহনায় সজ্জিত মাতৃ প্রতিমা সকলের নজর কেড়েছে। সত্যিই বলতে হয়, মাতৃ প্রতিমার অপরূপা সৌন্দর্য এবারের পূজা ভিড়কে বিমোহিত করেছে।

আরও পড়ুন-ট্রাম্প–শি বৈঠকের আগে উত্তেজনা! লির পদচ্যুতিতে সরগরম আন্তর্জাতিক বাজার

Barasat Kali Puja Kali Puja 2025 Diwali