/indian-express-bangla/media/media_files/2025/10/21/trumpp-2025-10-21-10-48-34.jpg)
Trump China trade deal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ন্যায্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। তবে একই দিনে বেজিং জানিয়েছে তাদের শীর্ষ বাণিজ্য দলের পরিবর্তনের খবর।
হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের বলেন ট্রাম্প, “আমরা চিনের সঙ্গে ঠিকঠাকই সমঝোতায় পৌঁছোব। চিন এটা চায় না। আমাদের সবকিছুর শ্রেষ্ঠত্ব আছে এবং কেউ সেটার সঙ্গে বাজে খেলবেন না… আমি মনে করি আমরা খুব শক্তিশালী একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছোব। উভয়েই খুশি থাকব।” তবে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করেননি যে, বেজিং ওয়াশিংটনকে তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না করার জন্য চাপ দিচ্ছে কি না।
আরও পড়ুন- West Bengal live news update:কালীপুজোর পর বড়মার মন্দিরে অভিষেক, কুণালের মন্তব্যে চর্চা
ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা পরে, চিন ঘোষণা করেছে শীর্ষ বাণিজ্য প্রতিনিধি লি চেংগাংকে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) স্থায়ী প্রতিনিধি পদ থেকে সরানো হয়েছে।
এই পরিবর্তন ঘটেছে এমন এক সময়ে যখন আমেরিকার সম্প্রসারিত নিষেধাজ্ঞা ও চিনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে দুই দেশের বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লি চেংগাংকে বদলের পর লি ইয়ংজি নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন এবং ২৯ সেপ্টেম্বর তার প্রমাণপত্র উপস্থাপন করেন।
আরও পড়ুন-Fire:কালীপুজোর পরের দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুনে ভস্মীভূত কারখানা
লি, ৫৮, আগে সহকারী বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চিনা–মার্কিন শুল্ক বিরোধ সমাধানে চার দফার আলোচনায় অংশগ্রহণ করেছেন। এপ্রিলে তিনি চিনের প্রধান আন্তর্জাতিক বাণিজ্য আলোচক হন, ওয়াং শোয়েনের স্থলাভিষিক্ত হিসেবে, ঠিক তখনই বেইজিং ১২৫% শুল্ক আরোপ করেছিল মার্কিন পণ্যের ওপর।
মার্কিন অর্থমন্ত্রক সচিব স্কট বেসেন্ট গত সপ্তাহে লিকে ‘উন্মত্ত’ বলে সমালোচনা করেন এবং বলেন,“সেই ভাইস মন্ত্রী, যিনি ২৮ আগস্ট খুব উত্তেজক ভাষায় এখানে এসেছিলেন, হয়তো নিজের পথ নিয়ে চলে গেছেন।”
আরও পড়ুন-Crime News: আলোর উৎসবের রাতেই অন্ধকার! বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন ছেলের
একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, লির আগস্টের অপ্রকাশিত ওয়াশিংটন সফর ফ্রিকশন তৈরি করেছিল, কারণ তিনি “উচ্চ পর্যায়ের বৈঠক দাবি করেছিলেন এবং চিনের বক্তব্য পুনর্ব্যক্ত করেছিলেন।”
বেসেন্ট জানান, এরপর তিনি চিনের অর্থনৈতিক প্রধান হে লিফেং-এর সঙ্গে “খোলামেলা ও বিস্তারিত আলোচনার” মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। উভয় পক্ষ মালয়েশিয়ায় আবারও বৈঠক করবে, যাতে মার্কিন শুল্ক চীনা পণ্যের ওপর আরও বৃদ্ধি পেতে না পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us