Fire:কালীপুজোর পরের দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুনে ভস্মীভূত কারখানা

Fire accident West Bengal: মঙ্গলবার সকালে হঠাৎই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে একে একে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়।

Fire accident West Bengal: মঙ্গলবার সকালে হঠাৎই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে একে একে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Khardaha fire  ,Paint factory blaze,  Khardaha news update  ,Fire accident West Bengal  ,Khardaha industrial fire  ,Fire service response Khardaha,  Factory fire damage report  ,Khardaha latest headlines  ,West Bengal breaking news , Industrial accident news,খড়দহ আগুন  ,রঙের কারখানায় অগ্নিকাণ্ড  ,খড়দহ ফায়ার আপডেট  ,খড়দহ সংবাদ,  কারখানায় আগুন পশ্চিমবঙ্গ  ,খড়দহ ফায়ার সার্ভিস  ,শিল্প এলাকা অগ্নিকাণ্ড  ,ক্ষয়ক্ষতির খবর খড়দহ,  ফায়ার সার্ভিস অভিযান  ,তড়িৎ খবর খড়দহ

Khardaha fire: প্রতীকী ছবি।

কালীপুজোর পরের দিন সকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ড খড়দহের একটি রঙের কারখানায়। এদিন সকালে হঠাৎই খড়দহের ঈশ্বরীপুর এলাকায় ওই রঙের কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে একে একে দমকলের পরপর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

Advertisment

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সাতসকালে এমন কাণ্ডে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত খবর দেয়া হয় দমকলে।

আরও পড়ুন- West Bengal live news update:কালীপুজোর পর বড়মার মন্দিরে অভিষেক, কুণালের মন্তব্যে চর্চা

Advertisment

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই এলাকায় দমকলের অন্তত পাঁচটি ইঞ্জিন ছুটে যায়। শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।

জানা গিয়েছে, ওই রঙের কারখানাটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সামগ্রী মজুত ছিল। তারই জেরে আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর কাজ চালাতে গিয়ে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে দমকলের কর্মীদেরও।

আরও পড়ুন-Crime News: আলোর উৎসবের রাতেই অন্ধকার! বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন ছেলের

শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।

আরও পড়ুন-West Bengal Weather Update:কালীপুজো শেষ হতেই ফের বৃষ্টির পূর্বাভাস, শীতের দেখা কবে? জানুন আজকের আবহাওয়া আপডেট

Breaking news west bengal latest news North 24 Pargana fire