/indian-express-bangla/media/media_files/2025/09/24/cats-2025-09-24-17-28-02.jpg)
শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে ঘিরে ধুন্ধুমার কান্ড।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এর রবীন্দ্রভবনে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে ঘিরে ধুন্ধুমার কান্ড।
আরও পড়ুন-মোবাইল গেমই কেড়ে নিল নাবালকের প্রাণ, গোটা ঘটনা জানলে তাজ্জব হবেন!
বুধবার বারাসাত রবীন্দ্রভবনে উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর।
কিন্তু শিক্ষামন্ত্রী পৌঁছানোর আগেই দুপুর তিনটে নাগাদ কয়েকশো টেট উত্তির্ন ছাত্র-ছাত্রী রবীন্দ্রভবনের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। দুপুর দুটো নাগাদ আন্দোলনকারীরা বারাসাত রেলস্টেশনের প্লাটফর্মে জড়ো হন।
আরও পড়ুন- মিঠুনের ১০০ কোটির মানহানি মামলায় বড় নির্দেশ, কী জানালো শীর্ষ আদালত?
সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরপথে মিছিল করে রবীন্দ্রভবনে হাজির হন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষামন্ত্রী যেখানে টেস্ট উত্তীর্ণরা সেখানে বলেও স্লোগান দিতে থাকে বারাসাত রবীন্দ্রভবনের সামনে।
বিক্ষোভ আন্দোলনের আঁচ পেয়ে ট্রেট উত্তীর্ণদের একাধিক জায়গায় পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে বারাসাত থানার পুলিশ।
কিন্তু ব্যারিকেড ভেঙ্গে রবীন্দ্র ভবনের সামনে ট্রেট উত্তির্নরা হাজির হয়ে যান। আন্দোলনকারীদের দাবি তারা ২০২২ সালে টেট উত্তীর্ণ তিন বছর হয়ে গেলেও তাদের কোনো নিয়োগ নেই। তাদের ভবিষ্যতেও অনিশ্চিত। হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি খেলতে পারেন না। শিক্ষামন্ত্রীকে উদ্যোগ নিয়ে উত্তীর্ণদের নিয়োগ দিতে হবে যত দ্রুত সম্ভব।
আরও পড়ুন- মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে পেতে মরিয়া চেষ্টা ইডির! শেষমেশ আদালত কী জানাল?
বারাসাত পুলিশ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান রবীন্দ্র ভবনের সামনে শিক্ষা মন্ত্রীর ঢোকার রাস্তা অবরোধ করার চেষ্টা করে একদল যুবক যুবতী। পুলিশ সেটাকে কড়া হাতে দমন করেছে। কোন সরকারি অনুষ্ঠানে বাধা দেয়ার অন্যায় প্রচেষ্টা পুলিশ প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি।