/indian-express-bangla/media/media_files/2025/10/16/cats-2025-10-16-10-33-16.jpg)
বিরাট দুর্ঘটনা, চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু চার যুবকের।
জয়সলমীরের পর, ফের বিরাট দুর্ঘটনা। চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু লেগে চার বন্ধুর।
জয়সলমীরে বাসে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ এখনও কাটেনি তার মাঝেই বারমেরে একটি স্করপিও এবং একটি ট্রেলারের সংঘর্ষে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তোলপাড়। সংঘর্ষের ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনায় চারজনের ঝলসে মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন- দুরন্ত অ্যাকশন ইডির, সকাল থেকেই কলকাতা সহ একাধিক স্থানে হানা, নিশানায় কোন হেভিওয়েট?
রাজস্থানে ফের বড় দুর্ঘটনা। জয়সলমীরের বাসে অগ্নিকাণ্ডে ২০ জনের মর্মান্তিক মৃত্যুর পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বারমেরে আরও একটি বড় দুর্ঘটনার খবর সামনে এসেছে। ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর একটি স্করপিও গাড়িতে আগুন লেগে চার বন্ধু ঝলসে মারা যান এবং একজন গুরুতর আহত হন। সিন্ধারি থানা এলাকায় রাত আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কেউ পালানোর সুযোগ পায়নি।
আরও পড়ুন- বিশ্বাস-আবেগ যেখানে মিলেমিশে একাকার, খালি হাতে ফেরেন না ভক্তরা, জানুন নৈহাটির বড় মার পুজোর নির্ঘন্ট
জানা গেছে যে পাঁচ বন্ধু একটি কাজে বেরিয়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন তারা বাড়ি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ছিলেন। নিহত সকল যুবকের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে। নিহতদের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোহন সিং, শম্ভু সিং, পঞ্চরাম ​​দেওয়াসি এবং প্রকাশ। দুর্ঘটনার পর হাইওয়েতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন- ভোটের আগে বাংলায় হাজার হাজার সরকারি চাকরি, কীভাবে করবেন আবেদন?