/indian-express-bangla/media/media_files/2025/09/26/puja-2025-09-26-13-05-08.jpg)
Durga Puja 2025: থিমের পুজো জমজমাট বারুইপুরে!
Durga Puja: বছরের পর বছর ধরে থিমের পুজোয় নতুন চমক উপহার দেয় বারুইপুর! এবারও তার অন্যথা হয়নি। তাকলাগানো নজরকাড়া থিমের পুজোয় এবারও শহর কলকাতার তাবড় পুজোকে রীতিমতো কঠিন চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা।
বারুইপুর প্রগতি সংঘের এবারের থিম ‘বিশ্বজয়ের উল্লাস’। হাওড়া, হুগলি ব্রিজ, কালীঘাট, বেলুড়, দক্ষিণেশ্বর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহিদ মিনার—সব মিলিয়ে এক যাত্রাপথ দেখা যাবে মণ্ডপে। পৃথিবীর উপর দাঁড়িয়ে মা দুর্গা, তাঁর নিচে উল্লাসরত দল—এইভাবেই ফুটে উঠবে বাংলার ঐতিহ্য ও ইউনিসেফ কর্তৃক স্বীকৃত ‘বিশ্বজনীন দুর্গা’র রূপ। শিল্পী সত্যজ্যোতি রাজ কুমারটুলির শিল্পীদের জীবনযাত্রা থেকে শুরু করে হলুদ ট্যাক্সি, দোতলা বাসসহ শহরের চেনা দৃশ্য মণ্ডপে উপস্থাপন করেছেন।
অন্যদিকে, বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের পুজোয় থাকছে আভিজাত্যের ছোঁয়া। শোলা ও ওড়নির পটচিত্রের কারুকার্যের মণ্ডপে ৫০০ ভরি সোনা ও হীরের গয়নায় সজ্জিত হবেন মা দুর্গা। এবারের থিম ‘পরম্পরা’। পাশাপাশি বিদ্যাসাগর ও মাদার টেরিসার জীবনকথা এবং নানা সামাজিক বার্তা ফুটে উঠবে চন্দননগরের আলোকসজ্জায়। এই পুজো এবারে পা দিল ১০৮ বছরে।
বারুইপুর উকিলপাড়া ভাই ভাই সংঘের পুজোয় থিম ‘পাব্বনের বারো তেরো’। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বাংলার বারো মাসের উৎসব যেমন নবান্ন, রাস, রথ, দোল, রান্নাপুজো, জন্মাষ্টমী, বড়দিন—সবই মণ্ডপে স্থান পাচ্ছে। মাটির ও পপের কাজের পাশাপাশি কালাচাঁদ রুদ্র পালের সাবেকি প্রতিমা থাকবে এ বছরও।
বারুইপুর পালপাড়া দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘অবয়ব’। মানুষের নানা রঙের আবেগ—হাসি, কান্না, যন্ত্রণা—সবই ফুটে উঠবে রঙিন মুখাবয়বের মাধ্যমে। মণ্ডপ সাজানো হচ্ছে বাঁশ ও প্লাইয়ের কাজে, আর ভেতরে দেখা যাবে নানান পুতুল, ঘোড়া, প্যাঁচা।
আরও পড়ুন- উৎসব আবহে বিরাট চমক প্রধানমন্ত্রী মোদীর, এবার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার
অন্যদিকে, বারুইপুর উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার ৬৮ বছরে। থিম ‘সত্যজিৎ রায়’। তাঁর বিখ্যাত সব সিনেমার পোস্টার মণ্ডপের দেওয়ালে, আর ভেতরে গুপী-গাইন-বাঘা-বাইন থেকে হীরক রাজার দেশে—সব চরিত্রকে জীবন্ত করে তোলা হবে ১০–১২টি মূর্তির মাধ্যমে।