/indian-express-bangla/media/media_files/2025/09/26/cats-2025-09-26-12-26-10.jpg)
উৎসব আবহে বিরাট চমক প্রধানমন্ত্রী মোদীর, এবার অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার
'এখন আর কেউ টাকা চুরি করতে পারবে না'...! উৎসব আবহে মহিলাদের জন্য প্রধানমন্ত্রী মোদীর বিরাট উপহার। পাশাপাশি বিরোধী কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস সরকারের আমলে লুটপাট এক সাধারণ নিয়মে দাঁড়িয়েছিল"।
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের অ্যাকাউন্টে কিস্তির প্রথম ১০,০০০ টাকা জমা দেওয়া হয়। প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন। মোদী বলেন,' এখন কেউ আপনার টাকা চুরি করতে পারবে না'।
পুজোর শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা, মা ও মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু, হাহাকার, আর্তনাদ
এই প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, "নবরাত্রির সময় আপনাদের আশীর্বাদ আমাদের জন্য এক বিরাট শক্তি। আজ বিহারের মা ও বোনদের জন্য একটি বড় দিন। যখন কোনও মহিলা তার কর্মসংস্থানের দিশা খুঁজে পায়, তখন তাঁর স্বপও ডানা মেলে। সমাজে তার সম্মান বৃদ্ধি পায়।" একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আজ যে পরিমাণ টাকা পাঠানো হচ্ছে, তার পুরোটাই আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। কেউ এক পয়সাও চুরি করতে পারবে না। আপনাদের দুই ভাই, মোদী এবং নীতিশ, আপনাদের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন।
লেহ হিংসায় বিরাট পদক্ষেপ, কংগ্রেসের বিরুদ্ধে নেপালের মত পরিস্থিতি সৃষ্টির ভয়ঙ্কর অভিযোগ
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি মহিলা উপকৃত হবেন। এই অর্থ দিয়ে যদি মহিলারা ভালো কাজ করেন, তাহলে তারা দুই লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এই অর্থ দিয়ে বিহারের আমার বোনেরা মুদিখানা, বাসনপত্র, প্রসাধনী, খেলনা এবং স্টেশনারি বিক্রির ছোট ছোট দোকান খুলতে পারবেন। এটি মহিলাদের অগ্রগতিতে সাহায্য করবে"।
মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায়, প্রতিটি সুবিধাভোগী প্রাথমিকভাবে ১০,০০০ টাকার অনুদান পাবেন। পরবর্তী পর্যায়ে ২ লক্ষ পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করা হতে পারে। এপ্রসঙ্গে মোদী বলেন, "এই প্রকল্প ভবিষ্যতে লাখপতি দিদির সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশে কমপক্ষে ৩ কোটি লক্ষপতি দিদি তৈরি করা। আশা করা হচ্ছে যে লাখপতি দিদিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিহার থেকে আসবেন"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us