/indian-express-bangla/media/media_files/2025/11/03/tapas-2025-11-03-14-56-07.jpg)
TMC councillor: বারুইপুরের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র।
voter list controversy: এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বড়সড় বিতর্ক বারুইপুরে। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্রের। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার রাজনৈতিক মহলে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া, তার ঠিক আগে এমন ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক প্রস্তুতি ও তালিকার নির্ভুলতা নিয়ে।
তাপস ভদ্র বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে তিনি থাকেন ২ নম্বর ওয়ার্ডে। ভোটার তালিকা যাচাইয়ের সময় নিজের নাম না পেয়ে হতবাক হয়ে যান তিনি। তাঁর বক্তব্য, “আমি বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসেবে কাজ করছি। কিন্তু নতুন ভোটার তালিকায় আমারই নাম নেই! এটা অত্যন্ত অস্বাভাবিক ও সন্দেহজনক।”
তিনি অভিযোগ করেন, “আমি এই বিষয়ে ইতিমধ্যেই বারুইপুর বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। শুধু আমার নামই নয়, ২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জন ভোটারের নামও তালিকায় নেই। এটা কোনো সাধারণ ভুল নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত থাকতে পারে।”
আরও পড়ুন- Kolkata Shootout: বাড়ি থেকে বেরোতেই গুলি মহিলাকে, হরিদেবপুরে দুষ্কৃতী হামলায় ব্যাপক আতঙ্ক
তাপস ভদ্রের দাবি, এটি ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, “আমি যদি কাউন্সিলর হয়েও ভোটার তালিকায় না থাকি, তাহলে সাধারণ মানুষ কাদের ভরসা করবে?”
আরও পড়ুন- ED raid: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদায় ইডির বড়সড় অভিযান, আটক ৩
এদিকে, এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, নাম বাদ পড়ার ঘটনা বাড়ছে, অথচ তা সংশোধনের কোনও সঠিক ব্যবস্থা নেই। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ সংশোধন করা হবে। রাজনৈতিক মহল মনে করছে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই ঘটনা রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ককে আরও উস্কে দেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us