/indian-express-bangla/media/media_files/2024/11/15/k18Bsx4744ZtLxklAQJA.jpg)
ED raid: প্রতীকী ছবি। Photograph: (pp)
fake passport: রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ফের নেমেছে ইডি (Enforcement Directorate)। সোমবার সকালে নদিয়ার চাকদা থানা এলাকার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে হানা দেয় ইডির অফিসাররা। সকাল প্রায় আটটা থেকে শুরু হয় তল্লাশি অভিযান, যা চলে টানা তিন ঘণ্টা ধরে। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। বিপ্লব সরকারের বাড়ি ঘিরে চলে জোরদার তল্লাশি, উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র ও ডিজিটাল ডিভাইস, যা এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
সূত্রের খবর, জালিয়াতি চক্রের মূল সূত্র ধরে আগেই এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছিল ইডি। তাকে জেরা করেই উঠে আসে চাকদার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের নাম। এরপরই তদন্তের দিক পরিবর্তন হয়, এবং সোমবার সকালে বিপ্লব সরকার, তার ভাই ও পিতাকে আটক করে জেরা শুরু করে ইডি। তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, আটক তিনজনের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। পাসপোর্ট তৈরি সংক্রান্ত নথিপত্রে বেশ কিছু অমিলও নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাকদা থেকেই পরিচালিত হচ্ছিল জাল পাসপোর্ট তৈরির একটি গোপন চক্র। এই চক্রের মাধ্যমে বিদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় নথি পাইয়ে দেওয়া হত বলে সন্দেহ তদন্তকারীদের।
এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় একই ধরনের অভিযানে একাধিক নথি, ফটো আইডি, ও নকল সিল উদ্ধার করেছিল ইডি। এবার চাকদার অভিযানে মিলেছে নতুন তথ্যসূত্র। ইডি-র আধিকারিকদের দাবি, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদেই সামনে আসবে এই জালিয়াতি চক্রের মূল মাস্টারমাইন্ড ও আন্তর্জাতিক যোগের হদিশ। রাজ্য জুড়ে আরও কয়েকটি জায়গায় অভিযান চলতে পারে বলে সূত্রের খবর।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us