ED raid: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদায় ইডির বড়সড় অভিযান, আটক ৩

Passport Fraud: নদিয়ার চাকদায় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডির তল্লাশি অভিযান। কাঠমিস্ত্রি বিপ্লব সরকার, তার ভাই ও বাবাকে আটক করে সল্টলেকে নিয়ে যায় ইডি। উদ্ধার একাধিক নথিপত্র, সামনে আসছে আন্তর্জাতিক চক্রের ইঙ্গিত।

Passport Fraud: নদিয়ার চাকদায় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডির তল্লাশি অভিযান। কাঠমিস্ত্রি বিপ্লব সরকার, তার ভাই ও বাবাকে আটক করে সল্টলেকে নিয়ে যায় ইডি। উদ্ধার একাধিক নথিপত্র, সামনে আসছে আন্তর্জাতিক চক্রের ইঙ্গিত।

author-image
IE Bangla Web Desk
New Update
ED raid Kolkata, Enforcement Directorate, money laundering, human trafficking, Salt Lake raid, Park Street hotels, Vishnu Mundra, Jagjit Singh, Ajmal Siddiqui, Kolkata news, West Bengal ED operation, PMLA case, financial corruption, Kolkata investigation, ED action 2025,ইডি তল্লাশি, কলকাতা অভিযান, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থ পাচার, নারী পাচার, সল্টলেক অভিযান, পার্কস্ট্রিট হানা, জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা, আজমল সিদ্দিকী, আর্থিক দুর্নীতি, কলকাতা সংবাদ, পশ্চিমবঙ্গ ইডি অভিযান, হোটেল রেস্তোরাঁ তল্লাশি, ইডি খবর ২০২৫

ED raid: প্রতীকী ছবি। Photograph: (pp)

fake passport: রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ফের নেমেছে ইডি (Enforcement Directorate)। সোমবার সকালে নদিয়ার চাকদা থানা এলাকার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে হানা দেয় ইডির অফিসাররা। সকাল প্রায় আটটা থেকে শুরু হয় তল্লাশি অভিযান, যা চলে টানা তিন ঘণ্টা ধরে। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। বিপ্লব সরকারের বাড়ি ঘিরে চলে জোরদার তল্লাশি, উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র ও ডিজিটাল ডিভাইস, যা এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisment

সূত্রের খবর, জালিয়াতি চক্রের মূল সূত্র ধরে আগেই এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছিল ইডি। তাকে জেরা করেই উঠে আসে চাকদার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের নাম। এরপরই তদন্তের দিক পরিবর্তন হয়, এবং সোমবার সকালে বিপ্লব সরকার, তার ভাই ও পিতাকে আটক করে জেরা শুরু করে ইডি। তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: আগামীকাল থেকে বাংলা সহ একাধিক রাজ্যে শুরু SIR, বিক্ষোভে কংগ্রেস, তৃণমূল, সিপিএম

Advertisment

ইডি সূত্রে জানা গিয়েছে, আটক তিনজনের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। পাসপোর্ট তৈরি সংক্রান্ত নথিপত্রে বেশ কিছু অমিলও নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাকদা থেকেই পরিচালিত হচ্ছিল জাল পাসপোর্ট তৈরির একটি গোপন চক্র। এই চক্রের মাধ্যমে বিদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় নথি পাইয়ে দেওয়া হত বলে সন্দেহ তদন্তকারীদের।

আরও পড়ুন-TMC:“বৈধ ভোটার বাদ পড়লে BJP নেতাদের গাছে ঝুলিয়ে মার,” SIR ইস্যুতে তৃণমূলের দাপুটে নেতার বেনজির হুঁশিয়ারি

এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় একই ধরনের অভিযানে একাধিক নথি, ফটো আইডি, ও নকল সিল উদ্ধার করেছিল ইডি। এবার চাকদার অভিযানে মিলেছে নতুন তথ্যসূত্র। ইডি-র আধিকারিকদের দাবি, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদেই সামনে আসবে এই জালিয়াতি চক্রের মূল মাস্টারমাইন্ড ও আন্তর্জাতিক যোগের হদিশ। রাজ্য জুড়ে আরও কয়েকটি জায়গায় অভিযান চলতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-Jyotipriya Mallick: ‘কাজের কথা বলতে এসেছিলাম’, বলেই প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পেটে ঘুঁষি যুবকের! পরের ঘটনা জানলে...

Latest news west bengal latest news West Bengal News fake passport ED Raid