WB Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বর্ষার বিদায় কিন্তু এখনই নয়। অন্তত এবারের দুর্গাপুজোর গোটা সময়টায় বৃষ্টির (Rainfall) একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত দিন দু'য়েক আবহাওয়ার উন্নতি চোখে পড়েছে। আজ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আকাশ পরিষ্কার হলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েই গিয়েছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
শহর কলকাতাতেও রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার (Mahalaya) আগে আজ শেষ রবিবার। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর কেনাকাটায় ভিড় উপচে পড়বে কলকাতা শহরের দোকান-বাজারগুলিতে। তাই আজ বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না। আবহাওয়াবিদরা মনে করছেন এ বছর পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Paschinmbanga Chatra Samaj: পুজোয় নয়া কর্মসূচি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, পরে ফের বড় আন্দোলনের পথে
আরও পড়ুন- Rajanya On Kunal Ghosh: সাসপেন্ড হতেই চড়ল সুর, দেব-কুনালকে 'তুলোধোনা' রাজন্যার
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আরও পড়ুন- Police Recruitment: কম সময়ের প্রশিক্ষণেই পুলিশ চান মুখ্যমন্ত্রী, মমতার প্রস্তাবে জোরদার চর্চা