Durga Puja 2024: কলকাতা লাগোয়া জেলা দক্ষিণ ২৪ পরগনা। প্রতিবার এই জেলার বিভিন্ন প্রান্তে নজরকাড়া সব দুর্গাপুজোর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমার রূপ জোরদার চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় শহর কলকাতার তাবড় সব পুজোকে। এবারও তার অন্যথা হয়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন দিকে বেশ কিছু পুজো এবারও কলকাতার নামজাদা পুজো কমিটিকে টেক্কা দিতে কোমর বেঁধেছে।
এই জেলা বারুইপুরে একাধিক বড় পুজোয় হয়। তাদেরই একটি বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব। এবার এই পুজোর ৫০ বছর। পুজো কমিটির সভাপতি আসিফ দেবরায়ের সঙ্গে কথা বলে জানা গেল, ৫০ বছর উপলক্ষে এবার তাঁদের পুজোর থিম- 'পাহাড়ের মধ্যে দুর্গা'। এই দুর্গা ঠাকুর ৫০ ফুটের। যা পুরোটাই ফাইবার দিয়ে তৈরি হয়েছে। তিনি আরও বলেন, "এবার আমাদের দুর্গা প্রতিমাই জেলার মধ্যে সবচেয়ে বড়। চন্দননগরে আলোকসজ্জা থাকছে। কুমোরটুলি থেকে ঠাকুর আনা হচ্ছে। পুজো উপলক্ষে দুঃস্থদের বস্ত্রদান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নবমীর দিন এলাকায় নরনারায়ণ সেবা হবে।"
অন্যদিকে, এই জেলারই অন্যতম বড় পুজো সোনারপুর এলাকার এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। কলকাতা শহর লাগোয়া সোনারপুর অঞ্চলের বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম রামচন্দ্রপুর মিলন সংঘ। বারুইপুর থেকে সার্দান বাইপাস ধরে কলকাতা যাওয়ার পথে এলাচি মোড়ের এই পুজো মণ্ডপ দেখতে প্রতি বছর ভিড় জমান বহু দর্শনার্থী। প্রতি বছরই এদের মণ্ডপসজ্জায় নতুনত্ব থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন- Paschinmbanga Chatra Samaj: পুজোয় নয়া কর্মসূচি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের, পরে ফের বড় আন্দোলনের পথে
আরও পড়ুন- Rajanya On Kunal Ghosh: সাসপেন্ড হতেই চড়ল সুর, দেব-কুনালকে 'তুলোধোনা' রাজন্যার
৭৮তম বর্ষে এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে অ্যালবার্ট মিউজিয়ামের আদলে। ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম প্রিয় জায়গা রাজস্থানের জয়পুর (Jaipur)। জয়পুরের অন্যতম দ্রষ্টব্য স্থান হল এই অ্যালবার্ট মিউজিয়াম। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্লাই, ফোম, থার্মোকল যেমন রয়েছে তেমনই বাংলার শিল্পীদের নিঁখুত হাতের কাজ, যা সকলের নজর কাড়বেই। এরই পাশাপাশি সোনারপুরের সোনা ঝিল নতুন পল্লীর বলাকা সংসদ ও পাঠাগারের পুজোও এবার নজর কাড়বে।