/indian-express-bangla/media/media_files/2025/09/10/bdo-2025-09-10-13-48-20.jpg)
Medinipur News: পাড়ায় সমাধান শিবিরে গিয়ে বিক্ষোভের মুখে বিডিও। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ছবি।
'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে গিয়ে এবার তালাবন্দি হয়ে থাকতে হল খোদ BDO-কেই। পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জনরোষ থেকে বাঁচতে রীতিমতো এলাকা ছেড়ে দৌড় লাগালেন বিডিও। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এলাকার বেহাল রাস্তাটি মেরামতের দাবি দীর্ঘদিনের। বাসিন্দারা বারবার সেই দাবি জানালেও কোনও সুরাহা হচ্ছিল না। এবার পুজোর মুখে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। সেই কর্মসূচিতে বিডিও যেতেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নাড়মা গ্রাম পঞ্চায়েতের বসেছিল পাড়ায় সমাধান শিবির।
বিডিও যেতেই রীতিমতো বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে গ্রামের শতাধিক মহিলা এদিন বিক্ষোভে সামিল হন। পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে রীতিমতো তালাবন্দি করে রাখা হয় বিডিও-কে। শুধু বিডিও-ই নয়, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্যদেরও আটকে রাখেন গ্রামবাসীরা। এই খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা তালা খুলে দিলে বিডিও, পঞ্চায়েত প্রধানরা বেরিয়ে আসেন।
আরও পড়ুন- Kolkata Metro:ফের নয়া মাইলফলক স্পর্শ পাতালরেলের! গর্বের রেকর্ড কলকাতা মেট্রোর
ততক্ষণে বিক্ষোভের পারদ আরও চড়েছে। গ্রামের মহিলারা একজোট হয়ে প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন। ভয়ে দৌড়ে পালান বিডিও। একদিকে বিডিও যখন ছুটছেন তখন তাঁর পেছনে প্ল্যাকার্ড হাতে ছুটছেন গ্রামবাসীরাও। শেষমেষ বিডিও দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান।
আমাদের পাড়া আমাদের সমাধান - বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!! পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের...
Posted by Suvendu Adhikari on Wednesday, September 10, 2025
আরও পড়ুন- Durga Puja 2025: 'অচল' বাহুও দমাতে পারেনি! এক-হাতেই গড়েন দুর্গা, ধনঞ্জয়ের এগল্প জানলে অবাক হবেন!
এই ঘটনাটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, "আমাদের পাড়া আমাদের সমাধান - বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!! পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই দায়, জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা। খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুল্যান্স তো দূরের কথা একটা গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না। ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয়। প্রসূতি মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। গ্রামবাসীরা যত বার দাবি জানিয়েছেন ততবার সান্ত্বনা বাক্য ছাড়া তাদের কিছুই জোটেনি।"